কলকাতা, 14 জুলাই:বিধানসভায় হুমকি দেওয়ার ঘটনায় আপাতত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ আদালত তার নির্দেশে জানিয়েছে, আগামী 4 অগাস্ট পর্যন্ত পুলিশ শুভেন্দুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না । বিচারপতি বিবেক চৌধুরী এটা স্পষ্ট করে দিয়েছেন যে, শুভেন্দু অধিকারীকে পুলিশ যে 41এ ধারায় নোটিশ দিয়েছিল, সেই নোটিশের প্রেক্ষিতে আপাতত কোনও রকম পদক্ষেপ করা যাবে না বিরোধী দলনেতার বিরুদ্ধে ৷ তবে ঘটনার তদন্ত করতে পারবে পুলিশ ৷ আগামী 2 অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ।
গত 16 মার্চ বিধানসভার অধিবেশন চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দলের পাঁচ বিধায়ককে হুমকি দিয়েছেন, এই অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় 17 মার্চ এফআইআর করেন বিধানসভার সেক্রেটারি । সেই ঘটনায় পুলিশ শুভেন্দুকে 41এ ধারায় নোটিশ পাঠায় জিজ্ঞাসাবাদের জন্য ।গতকাল এই নোটিশ খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Not to take any step against Suvendu Adhikari)।