পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suvendu Adhikari: আপাতত শুভেন্দুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

বিধানসভায় হুমকির অভিযোগে আপাতত শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করার জন্য নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷

Calcutta High Court orders not to take any step against Suvendu Adhikari till 4th August
আপাতত শুভেন্দুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

By

Published : Jul 14, 2022, 11:51 AM IST

কলকাতা, 14 জুলাই:বিধানসভায় হুমকি দেওয়ার ঘটনায় আপাতত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ আদালত তার নির্দেশে জানিয়েছে, আগামী 4 অগাস্ট পর্যন্ত পুলিশ শুভেন্দুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না । বিচারপতি বিবেক চৌধুরী এটা স্পষ্ট করে দিয়েছেন যে, শুভেন্দু অধিকারীকে পুলিশ যে 41এ ধারায় নোটিশ দিয়েছিল, সেই নোটিশের প্রেক্ষিতে আপাতত কোনও রকম পদক্ষেপ করা যাবে না বিরোধী দলনেতার বিরুদ্ধে ৷ তবে ঘটনার তদন্ত করতে পারবে পুলিশ ৷ আগামী 2 অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ।

গত 16 মার্চ বিধানসভার অধিবেশন চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দলের পাঁচ বিধায়ককে হুমকি দিয়েছেন, এই অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় 17 মার্চ এফআইআর করেন বিধানসভার সেক্রেটারি । সেই ঘটনায় পুলিশ শুভেন্দুকে 41এ ধারায় নোটিশ পাঠায় জিজ্ঞাসাবাদের জন্য ।গতকাল এই নোটিশ খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Not to take any step against Suvendu Adhikari)।

আরও পড়ুন:সারদাকাণ্ডে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

উল্লেখ্য, বিরোধী দলনেতার আইনজীবী এই মামলায় আদালতে সওয়াল করার সময় অভিযোগ করেছিলেন যে, একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে তাঁকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে এবং এই মামলাটিও তার ব্যতিক্রম কিছু নয় ৷

এ দিকে, পুলিশের একাধিক তদন্তে ইচ্ছাকৃতভাবে হাজিরার নোটিশ এড়িয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী - এই মর্মে অভিযোগ জানিয়ে নতুন একটি আবেদন কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে রাজ্য সরকার । রাজ্যের আবেদন, আদালত শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ না করার জন্য যে একাধিক নির্দেশ দিয়েছিল সেগুলি প্রত্যাহার করা হোক । পাশাপাশি বিজেপি বিধায়ক যাতে তদন্তে সহযোগিতা করেন, তারও নির্দেশ দিক হাইকোর্ট । বুধবার রাজ্যের তরফে এই আবেদন জমা করা হয়েছে হাইকোর্টে ।

ABOUT THE AUTHOR

...view details