কলকাতা, 3 সেপ্টেম্বর : ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) মামলায় গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিটের (SIT) তদন্তের তদারকির দায়িত্ব দেওয়া হল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরকে ৷ আজ, শুক্রবার এই মামলা নিয়ে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে শুনানি হয় ৷ সেখানেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আদালত ৷
এর আগে এই মামলায় রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্টের (Supreme Court) কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে সিটের তদন্তের তদারকির দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ৷ কিন্তু আদালত সূত্রে খবর, এখন দায়িত্ব দেওয়ার মতো শীর্ষ আদালতের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে না পাওয়া যাওয়ায় পূর্ববর্তী রায়ের ওই অংশকে সংশোধন করা হল ৷ আর মঞ্জুলা চেল্লুরকে দায়িত্ব দেওয়া হল ৷
আরও পড়ুন :DA case: ডিএ রাজ্যের আর্থিক সামর্থের উপর নির্ভরশীল, আদালতে সওয়াল এজির
কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গত 19 অগস্ট ভোট পরবর্তী হিংসা মামলার রায় দিয়েছিল ৷ ওই মামলায় খুন, ধর্ষণ-সহ যে গুরুত্বপূর্ণ অভিযোগগুলি উঠেছিল, সেই অভিযোগের তদন্তভার দেওয়া হয় সিবিআইকে (CBI) ৷ আর কম গুরুত্বপূর্ণ অভিযোগগুলির জন্য গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল ৷
ওই তদন্তকারী দলে রাখা হয় কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র-সহ সুমন বালা সাহু এবং রণবীর কুমার নামে দুই আইপিএস-কে । গতকাল, বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে আরও 10 জন আইপিএসের নাম ঘোষণা করা হয় ৷ যাঁদের উপর সিটের তদন্তে সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ ওই 10 জন আইপিএস পাঁচটি জোনে ভাগ হয়ে কাজ করবেন ৷