পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Primary Recruitment Scam: প্রাথমিকে আরও 22 জনকে চাকরির নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - CBI

প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে (Primary Recruitment Scam) ফের নিয়োগের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ৷ এবার তিনি আরও 22 জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন ৷ 2014 সালের টেটে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিয়েছেন তিনি ৷

Etv Bhcalcutta-high-court-justice-abhijit-ganguly-orders-to-recruit-20-candidates-in-primary-schoolsrat
EtvPrimary Recruitment Scam: প্রাথমিকে আরও ২২ জনকে চাকরির নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের Bharat

By

Published : Sep 28, 2022, 1:24 PM IST

Updated : Sep 28, 2022, 4:17 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : 2014 সালের টেটে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলায় (Primary Recruitment Scam) আরও 22 জনকে চাকরির নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) । গত পরশু দিনই প্রথমে 65 জন ও পরে 185 জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন । তারপর আজ ফের 22 জনের নথি খতিয়ে দেখে চাকরিতে নিযুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি । অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

গত সোমবার প্রাথমিকে মোট প্রায় 3929টি শূন্যপদে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
2014 সালের টেটের ভিত্তিতে এই শূন্যপদে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি । দীর্ঘদিন প্রাথমিকে নিয়োগ না করায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চেয়েছিলেন কত শূন্যপদ রয়েছে । তাতে পর্ষদ অগস্ট মাসে হলফনামা দিয়ে জানায় 3929টি শূন্যপদ রয়েছে ।

বিচারপতি নির্দেশে জানান, 7 নভেম্বরের মধ্যে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে সমস্ত শূন্যপদেই । 11 নভেম্বর রিপোর্ট দিয়ে জানাতে হবে আদালতে তারা এই ব্যাপারে কী করেছে । এই শূন্যপদেই নিয়োগ যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত করার নির্দেশ 22 জনকে ।

অন্যদিকে ওএমআর শিট নষ্টের মামলার নির্দেশে সামান্য পরিবর্তন আনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । নতুন এফআইআর দায়েরের সিদ্ধান্ত সিবিআইয়ের (CBI) ওপরই ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তিনি আজ জানালেন, সিবিআই চাইলে প্রাথমিক মামলায় আগে দায়ের করা এফআইআরের ভিত্তিতেই তদন্ত করতে পারবে । গতকালই নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছিল আদালত । সেই নির্দেশেই আজ, বুধবার পরিবর্তন আনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন :প্রাথমিকে নিয়োগ নিয়ে মামলা দায়ের হাইকোর্টে

Last Updated : Sep 28, 2022, 4:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details