কলকাতা, 28 সেপ্টেম্বর : 2014 সালের টেটে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলায় (Primary Recruitment Scam) আরও 22 জনকে চাকরির নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) । গত পরশু দিনই প্রথমে 65 জন ও পরে 185 জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন । তারপর আজ ফের 22 জনের নথি খতিয়ে দেখে চাকরিতে নিযুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি । অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।
গত সোমবার প্রাথমিকে মোট প্রায় 3929টি শূন্যপদে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
2014 সালের টেটের ভিত্তিতে এই শূন্যপদে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি । দীর্ঘদিন প্রাথমিকে নিয়োগ না করায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চেয়েছিলেন কত শূন্যপদ রয়েছে । তাতে পর্ষদ অগস্ট মাসে হলফনামা দিয়ে জানায় 3929টি শূন্যপদ রয়েছে ।