কলকাতা, 8 জুন : নারদ মামলা এ রাজ্য থেকে সরানোর যে আবেদন সিবিআই জানিয়েছিল, তার ওপর শুনানি চলছে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে । চার অভিযুক্তর তরফে গতকাল অভিষেক মনু সিংভি সারাদিনই সওয়াল করেছেন । আজও তিনি চার হেভিওয়েটের হয়ে সওয়াল করেন ৷ আজ মামলার শুনানিতে তিনি বলেন, ‘‘নারদ মামলায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে 2016 সালে । তাঁদের গ্রেফতারের পর কিছু নেতারা বিক্ষোভ দেখিয়েছেন ৷ কিন্তু, আইনি প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য নয় । আর হেভিওয়েট নেতা মানেই এই নয় যে, তাঁরা গুরুত্বপূর্ণ নথি বা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করবেন । তাই যদি হত তাহলে 7 বছর পরে যে কোনও অভিযুক্তকেই, কোনও যুক্তি না দেখিয়েই গ্রেফতার করা যেত ৷’’
অভিষেক মনু সিংভি আরও বলেন, ‘‘আইনমন্ত্রী মলয় ঘটক সিবিআই আদালতের তৃতীয় তলায় যাননি । পাশাপাশি সিবিআই অফিসারদের আদালত চত্বরে ঢোকার ক্ষেত্রে কোনও বাধা ছিল না সেদিন । শুনানি হয়েছিল ভার্চুয়ালি ৷’’ তিনি আরও বলেন, ‘‘সিবিআইয়ের তরফে যে ছবি দেখানো হচ্ছে, সেই ভিডিয়ো রেকর্ডিংগুলি সত্যি নয় ৷ সিবিআই আদালতের সামনে তেমন ভিড় ছিলই না ৷ রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে দাবি করে যেভাবে সিবিআই মামলা ভিনরাজ্যে সরাতে চাইছে, সেই দাবি খুব একটা যুক্তিসঙ্গত নয় ৷’’