পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Calcutta High Court: 7 লক্ষ টাকার প্রতারণা ! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রুজু মামলায় রিপোর্ট তলব আদালতের

নদিয়ার করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের (Bimalendu Sinha Roy) বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আর্থিক প্রতারণার মামলা (Fraud Case Against TMC MLA) রুজু করা হয়েছে ৷ তৃণমূলের এই বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু করেছেন দলেরই সংখ্য়ালঘু নেতা হাসান আলি মণ্ডল (Hasan Ali Mondal) ৷ ঘটনায় কৃষ্ণনগরের (Krishnanagar) পুলিশ সুপারকে রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থার (Justice Raja Shekhar Mantha) ৷

Calcutta High Court directs Krishnanagar police super to submit report in a Fraud Case Against TMC MLA
Calcutta High Court: 7 লক্ষ টাকার প্রতারণা ! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রুজু মামলায় রিপোর্ট তলব আদালতের

By

Published : Sep 26, 2022, 7:15 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: বিধায়ক চাইলেই ব্লক সভাপতি পদে বসতে পারবেন দলের প্রবীণ সংখ্যালঘু নেতা ৷ তবে, তার জন্য পার্টি ফান্ডে দিতে হবে 10 লক্ষ টাকা ! সেই টাকা দলের উন্নয়নের কাজ ব্যবহার করা হবে ৷ অভিযোগ, নদিয়ার করিমপুর-2 ব্লকের বাসিন্দা হাসান আলি মণ্ডলকে (Hasan Ali Mondal) এই প্রতিশ্রুতিই দিয়েছিলেন করিমপুরেরই বিধায়ক বিমলেন্দু সিংহ রায় (Bimalendu Sinha Roy) ৷ সেই মতো ধাপে ধাপে বিধায়ককে 7 লক্ষ টাকা দিয়েছিলেন হাসান ৷ কিন্তু, শেষমেশ আর ব্লক সভাপতি হওয়ার সাধ পূরণ হয়নি তাঁর ৷ ফেরত পাওয়া যায়নি টাকাও ! বাধ্য হয়েই তাই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন হাসান ৷ রুজু করেছেন মামলা (Fraud Case Against TMC MLA) ৷ সব শুনে নদিয়ার কৃষ্ণনগরের (Krishnanagar) পুলিশ সুপারকে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Raja Shekhar Mantha) ৷ সোমবার এই নির্দেশ দিয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, এই বিষয়টি নিয়ে অনেক আগেই সংবাদমাধ্যমে সরব হয়েছিলেন হাসান আলি মণ্ডল ৷ সেই সময় ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে কথা বলেছিলেন তিনি ৷ তাঁর দাবি, এ নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন ৷ কিন্তু, পুলিশ তাঁর অভিযোগ নেয়নি ৷ বদলে তাঁকেই থানার মধ্যে হেনস্থা করা হয় বলে জানিয়েছেন হাসান আলি মণ্ডল ৷ এমনকী, ইতিমধ্যে হাসান আলিকে খুনের হুমকিও দেওয়া হয়েছে ! তাঁর বাড়ি লক্ষ করে বোমা ছোড়া হয়েছে ৷ সব জানিয়ে গত 12 সেপ্টেম্বর নদিয়ার পুলিশ সুপারকে লিখিত অভিযোগ করেন হাসান ৷ কিন্তু, তারপরও কোনও সুরাহা হয়নি ৷

আরও পড়ুন:পদ পাইয়ে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে 7 লক্ষ টাকা আত্মসাৎ ! কাঠগড়ায় তৃণমূল বিধায়ক

হাসানের বক্তব্য, তিনি যে আর ব্লক সভাপতি হতে পারবেন না, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ তা নিয়ে তাঁর আর কিছু বলার নেই ৷ কিন্তু,আদালত অন্তত তাঁর দেওয়া 7 লক্ষ টাকা উদ্ধার করে দিক ৷ কারণ, অভিযুক্ত বিধায়ক সেই টাকা ফেরত দিতে নারাজ ! প্রসঙ্গত, এর আগে ইটিভি ভারতের ক্য়ামেরার সামনেই তৃণমূলের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় দাবি করেছিলেন, হাসান আলি মণ্ডলের তোলা সমস্ত অভিযোগ মিথ্য়া ও ভিত্তিহীন ৷ এমনকী, হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি ৷

প্রসঙ্গত, হাসান আলি মণ্ডল করিমপুর এলাকারই প্রাক্তন পঞ্চায়েত প্রধান ৷ দলের দীর্ঘদিনের সক্রিয় সদস্য ৷ এদিন সব শুনে পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি রাজা শেখর মান্থা ৷ আগামী বৃহস্পতিবারের মধ্যে সেই রিপোর্ট আদালতে পেশ করতে হবে ৷ পাশাপাশি, এই মামলার প্রেক্ষিতেই অভিযুক্ত বিধায়ককে মঙ্গলবারের মধ্যে নোটিশ পাঠাতে হবে ৷ স্পিড পোস্ট বা ই-মেলের মাধ্যমে নোটিশ পাঠানো যাবে ৷ একইসঙ্গে, পুলিশকে হাসান আলি মণ্ডলের নিরাপত্তাও নিশ্চিত করতে বলেছেন বিচারপতি মান্থা ৷

ABOUT THE AUTHOR

...view details