পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

HC asks fitness certificates of Govt buses: সরকারি বাসের ফিটনেস জানতে হলফনামা চাইল হাইকোর্ট - সরকারি বাস

রাজ্যের সরকারি বাসগুলোর স্বাস্থ্য সংক্রান্ত শংসাপত্র আছে কি না, তা জানতে চেয়ে রাজ্যের কাছে হলফনামা তলব করল হাইকোর্ট (HC asks fitness certificates of Govt buses)৷

Calcutta High Court asks to submit Affidavit on fitness certificate of Govt buses
সরকারি বাসের ফিটনেস জানতে হলফনামা চাইল হাইকোর্ট

By

Published : May 22, 2022, 1:55 PM IST

কলকাতা, 22 মে:রাজ্যের সরকারি বাসগুলির বৈধ রেজিস্ট্রেশন, স্বাস্থ্য সংক্রান্ত শংসাপত্র, দুষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র আছে কি না চার সপ্তাহের মধ্যে তা জানতে চাইল হাইকোর্ট (HC asks fitness certificates of Govt buses)। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ।

অভিযোগ ছিল, বিপজ্জনক ভাবে সরকারি বাসগুলি রাস্তায় চলছে । যার জন্য দুর্ঘটনার কবলে পড়ছেন যাত্রীরা । যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা । সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ । 19 জুলাই এই মামলার পরবর্তী শুনানি (Calcutta High Court asks to submit Affidavit)।

মামলাকারী আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসের দাবি, রাজ্যের সরকারি বাসগুলির অধিকাংশের স্বাস্থ্য সংক্রান্ত সার্টিফিকেট নেই । সমস্ত বাস চিহ্নিত করা হোক । কত সরকারি বাস এই ভাবে চলছে জানাক রাজ্য । পুলিশ সর্বদা লাইসেন্স পরীক্ষা করে । কিন্তু বাসগুলোর স্বাস্থ্য সংক্রান্ত শংসাপত্র দেখতে চাওয়া হয় না । ফলে যাত্রীদের নিরাপত্তা কোথায় ?

আরও পড়ুন:পথে নামবে আরও সরকারি বাস, সোমবার থেকে চালু হচ্ছে ভেসেল পরিষেবা

দক্ষিণবঙ্গের একাধিক রুটের সরকারি বাস একের পর দুর্ঘটনার কবলে পড়ছে । সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে, গাড়িগুলির কাগজপত্র মেয়াদ উত্তীর্ণ । স্বাস্থ্য সংক্রান্ত শংসাপত্র নেই । লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ । চাকা রিসোল করে চালানো হচ্ছে । বেসরকারি বাসগুলির ক্ষেত্রে সরকার যেখানে অত্যন্ত কড়াকড়ি করছে, সেখানে এসবিএসটিসি, সিএসটিসি, সিটিসি-সহ সরকার নিয়ন্ত্রিত এবং পরিচালিত বাসগুলির যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে কর্তৃপক্ষ উদাসীন বলে মনে হয়েছে মামলাকারীর ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার ও দক্ষিণবঙ্গ রাষ্টীয় পরবহণ নিগম উভয়ের কাছেই হলফনামা তলব করেছে ।

ABOUT THE AUTHOR

...view details