কলকাতা, 1 এপ্রিল : স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন 5 সদস্যের নজরদারি কমিটির প্রত্যেককে এবার গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টাকে জেরা করা হয় সিবিআই'য়ের তরফে ৷ শুক্রবার সকালে সিবিআইকে নজরদারি কমিটির আর 4 সদস্যকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC orders to interrogate 4 other officer along with SP Sinha)। এবং সেটা শুক্রবারের মধ্যেই ৷ প্রাক্তন উপদেষ্টা ডঃ এস পি সিনহাকে প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ করারও অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ৷ এদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে নির্দেশে 2016 নিয়োগ পত্র হাতে পাওয়া 98 জন গ্রুপ-ডি কর্মীর চাকরি বাতিল করল হাইকোর্ট ৷ সংশ্লিষ্ট কর্মীদের স্কুলে ঢোকাতেও নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট ৷ কোনও বেতন দেওয়া যাবে না তাদের ৷
এস পি সিনহার পর যে 4 জনকে দুর্নীতি মামলায় জড়ানো এবং জিজ্ঞাসাবাদের নির্দেশ হাইকোর্ট দিয়েছে তাঁরা হলেন- তৎকালীন শিক্ষামন্ত্রীর আপ্তসহায়ক এস আচার্য, তৎকালীন শিক্ষামন্ত্রীর ওএসডি পি কে বন্দ্যোপাধ্যায়, তৎকালীন শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর এ কে সরকার এবং শিক্ষা দফতরের তৎকালীন সিনিয়র ল অফিসার টি পাঁজা ৷ এঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের পর সিবিআই যদি মনে করে কোনও রাজনৈতিক নেতা কিংবা প্রভাবশালীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তাহলে নিঃসংকোচে তা করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এ ব্যাপারে সিবিআইকে পূর্ণ স্বাধীনতা প্রদান করেছে আদালত । জিজ্ঞাসাবাদের পর সিবিআইকে রেগুলার কেস রুজু করারও অনুমতি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ ৷