কলকাতা, 11 অগস্ট : সেপ্টেম্বরেই হতে পারে উপনির্বাচন । পরের মাসের শেষের দিকে সাতটি কেন্দ্রে উপনির্বাচন করার সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India) । এমনই জানা যাচ্ছে সূত্র মারফত ।
সূত্রের খবর, ফাঁকা পড়ে থাকা কেন্দ্র- ভবানীপুর, খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটা, সামসেরগঞ্জ ও জঙ্গীপুরে বিশ্বকর্মা পুজো শেষ হওয়ার পরেই ভোট করানো হতে পারে । নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই এই সাতটি কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে গিয়েছে । দ্রুত নির্বাচন করানোর প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ।