পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মালিকদের প্রস্তাবিত রুটে সায় প্রশাসনের, বুধবার থেকে ফের চলবে বাস

বুধবার থেকে নতুন রুটে যে বাসগুলি চলবে সেগুলি হল 201, 202, 214, 222, 230, 214A, 32A, 34B, 34C, 78, S-168, S-185 ও S-161 ।

bus

By

Published : Oct 16, 2019, 2:28 AM IST

Updated : Oct 16, 2019, 3:41 PM IST

কলকাতা, 16 অক্টোবর : টালা ব্রিজে বাস চলাচল বন্ধ । তাই একাধিক রুটের বাস ঘুর পথে যাতায়াত করছে । এর জেরে বাড়ছে জ্বালানি খরচ, কমছে ট্রিপের সংখ্যা। তাই লোকসান কমাতে গত রবিবার 9টি রুটে বাস চালানো বন্ধ করেন মালিকরা। ফলে মোট 350টি বাস বসে যায়। রোজগার বন্ধ হয়ে যায় 2,000 পরিবহন শ্রমিকের । তবে তিন দিন বন্ধ থাকার পর বুধবার থেকে ফের ওই 9টি রুটের বাস রাস্তায় নামবে বলে জানা গেছে।


নর্থ কলকাতা বাস মিনিবাস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বোস বলেন, "14 অক্টোবর পরিবহন দপ্তরের সঙ্গে আমাদের সংগঠনের ইতিবাচক বৈঠক হয়। আমরা যে সমস্ত নতুন রুটে বাস চালানোর কথা বলেছিলাম, সেটা দপ্তর মেনে নিয়েছে। নতুন রুটের তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার থেকে ফের বাস চলবে। নতুন রুটে বাস চালিয়ে দেখব সমস্যা হচ্ছে কিনা।" টালা ব্রিজে বাস চলাচল বন্ধ করার পর সেই রুটের বাসগুলিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে । বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বেঙ্গল বাস সিন্ডিকেটের কর্তা তপন বন্দ্যোপাধ্যায় । তিনি অভিযোগ করেছিলেন, বাস মালিকদের সঙ্গে পরামর্শ না করেই পরিবহন দপ্তর তাদের মর্জি মতো বাসগুলিকে বিভিন্ন রুটে ঘুরিয়ে দিয়েছে। এর জেরে লোকসানের মুখে পড়েছেন বাস মালিকরা । সমস্যা হচ্ছে যাত্রীদেরও ।


বুধবার থেকে নতুন রুটে যে বাসগুলি চলবে সেগুলি হল 201, 202, 214, 222, 230, 214A, 32A, 34B, 34C, 78, S-168, S-185 ও S-161 । টালা ব্রিজের হাল নিয়ে মহালয়ার আগে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা পড়েছিল । সেই রিপোর্টের ভিত্তিতে পুজোর আগে ব্রিজ দিয়ে বাস সহ অন্য ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয় । এখন সেখান দিয়ে শুধু 3 টনের ছোট গাড়ি চলছে।

Last Updated : Oct 16, 2019, 3:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details