পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাসের গায়ে পোস্টার লিখে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ মালিকদের - bus

পোস্টার লিখে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ বাস মালিকদের ৷ কলকাতার বিভিন্ন এলাকায় বাসের সামনের কাচে পোস্টার সেঁটে অভিনব প্রতিবাদ শুরু করা হয়েছে ৷ বাস মালিকদের বক্তব্য, পরপর দু’বছর লকডাউন ও বিধিনিষেধের জেরে ঘোর বিপাকে পড়েছেন তাঁরা ৷ জ্বালানির দাম বৃদ্ধি পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে ৷ সমস্য়া সমাধানে মুখ্যমন্ত্রীর মুখাপেক্ষী বাস মালিকরা ৷

bus owners protest diesel price hike
পোস্টার লিখে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ বাস মালিকদের

By

Published : Jun 8, 2021, 8:24 PM IST

কলকাতা, 8 জুন : ‘দিদি আমাদের বাঁচান’ ৷ এভাবেই পোস্টার লিখে জ্বালানির লাগামছাড়া দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন বেসরকারি বাস মালিকরা। পোস্টারগুলিতে লেখা হয়েছিল, ‘আচ্ছে দিন’ ও ‘মন কি বাত’ ৷ সঙ্গে 2014 সালের সঙ্গে 2021 সালের জ্বালানির দামের পার্থক্য ও তাঁদের অন্যান্য দাবিগুলিও লেখা হয়েছিল পোস্টারে ৷ দমদম, নাগেরবাজার বাস টার্মিনাস, বাগুইআটি, আনন্দপুর, বেহালা ও গড়িয়ার বাস টার্মিনাসে বেসরকারি বাস ও মিনিবাসের সামনের কাচে ও বাসের গায়ে লাগানো হয়েছে এই ধরনের পোস্টার।

নিজেদের অসহায়ত্বের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই এই পথ বেছে নিয়েছেন বেসরকারি বাস মালিক ও চালকরা ৷ ওয়েস্টবেঙ্গল বাস অ্য়ান্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপনারায়ণ বসু এই প্রসঙ্গে বলেন, ‘‘কেন্দ্রের দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই আমাদের এই কর্মসূচি ৷’’

প্রদীপনারায়ণ বলেন, ‘‘2014 সালে আমরা প্রথম আচ্ছে দিন ও মন কি বাতের কথা শুনেছিলাম ৷ তখন জ্বালানির দাম প্রতি লিটারে ছিল 55 টাকা ৷ আর এখন সেই দাম গিয়ে ঠেকেছে প্রায় 90 টাকা প্রতি লিটারে ৷ অথচ তখন বাসের ভাড়া ছিল 5 ও 7 টাকা ৷ আর এখন সেই বাসের ভাড়া 7 ও 8 টাকা ৷ অন্যান্য সব কিছু বাড়লেও বাসের ভাড়ায় কিন্তু তেমন কোনও পরিবর্তন আসেনি ৷ যেভাবে তেলের দাম ও অন্যান্য জিনিসের দাম বাড়ছে, তার ফলে বাস মালিকদের পক্ষে পরিষেবা দেওয়া অত্যন্ত দুষ্কর হয়ে পড়ছে ৷’’

আরও পড়ুন :ভাড়া না বাড়লে চলবে না বাস-মিনিবাস, হুঁশিয়ারি মালিক সংগঠনের

এর আগেও বাস মালিকরা একইভাবে ‘দিদি আমাদের বাঁচান’ পোস্টারের মাধ্যমে প্রতিবাদে সরব হয়েছিলেন ৷ পরপর দু’বছর লকডাউন ও বিধিনিষেধের জেরে ঘোর বিপাকে পড়েছেন বেসরকারি বাস মালিকরা ৷ গোদের ওপর বিষফোঁড়া হল লাগাছাড়া জ্বালানির দাম ৷ এভাবে বাসের পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে বাস মালিকদের কাছে ৷ এবার তাই রাজ্য়ে সরকারে দিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা ৷ বাস মালিকদের সাফ কথা, বাসের ভাড়া না বাড়ালে আর পরিষেবা দেওয়া সম্ভব নয় ৷

ABOUT THE AUTHOR

...view details