কলকাতা, 27 জুন: কলকাতা পুলিশের(Kolkata Police) লোগো(Logo) ব্যবহার করে হচ্ছিল ব্ল্যাকমেলিং(Blackmailing)। কিন্তু বেশিদিন সেই কাজ স্থায়ী হল না। অবশেষে ভিন রাজ্য থেকে এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে দুই যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃতদের নাম উৎপল সিং এবং রীতেশ সিং। তাদের রবিবার রাতে বিহার থেকে গ্রেফতার করেন গোয়েন্দারা (Two arrested from Bihar)।
লালবাজার(Lalbazar) সূত্রের খবর, ধৃত দুই যুবক একাধিক সিম ব্যবহার করে বিভিন্ন মানুষকে ভিডিয়ো কল করত । অভিযোগ, তাদের করা সেই ভিডিয়ো কল রিসিভ করা মাত্রই ফোনের ওপারে ভেসে উঠত এক তরুণীর নগ্ন দেহ । সেই ভিডিয়ো কল অভিযুক্তরা নিজেদের মোবাইল রেকর্ড করত ৷ পরবর্তীকালে কলকাতা পুলিশের লোগো দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের সেই ভিডিয়ো পাঠানো হত ৷ নিজেদের কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্তা বলে পরিচয় দিত তারা ৷
মেসেজ করে বলা হত সেই ব্যক্তি এক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ করেছেন । ফলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ । যদি সেই আইনগত ব্যবস্থা থেকে তারা পরিত্রাণ পেতে চান তাহলে পুলিশের ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে হবে।