পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মিশন 2021 : রাজ্যে BJP-র টার্গেট 180 আসন ! - MAMATA BANERJEE

BJP সূত্রের খবর, এবার সংগঠনে বড়সড় রদবদল হতে পারে । নেতৃত্বের কাছে আগেই খবর এসেছিল, বেশ কয়েকটি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচনে 'কাজ' করেননি । এবার তাঁদের সরানো হতে পারে ।

ছবিটি

By

Published : Jun 2, 2019, 12:50 AM IST

কলকাতা, 2 জুন : ছোটো ছোটো পায়ে এগোতে চাইছে রাজ্য BJP । লোকসভায় টার্গেট দেওয়া হয়েছিল 23 আসন । এসেছে 18 । খুশি স্বয়ং অমিত শাহও । এবার নয়া টার্গেট "মিশন 2021" । অমিত শাহ টার্গেট বেঁধে দিয়েছেন, 180 আসন । 294 আসন বিশিষ্ট বিধানসভায় লোকসভার ফলাফলের নিরিখে 129 আসনে (বিধানসভা ভিত্তিক) এগিয়ে BJP । অর্থাৎ, আরও 51 আসন আনতে হবে নিজেদের কব্জায় । 2 বছরের মধ্যে এত বড় লক্ষ্যমাত্রায় কি পৌঁছানো যাবে ?

পিছন ফিরে তাকাতে নারাজ রাজ্য BJP নেতৃত্ব । বিধানসভার কথা ভেবে সংগঠনে জোর দেওয়ার কাজ শুরু হচ্ছে শীঘ্রই । 4 জুন কলকাতার মাহেশ্বরী ভবনে BJP রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক । উপস্থিত থাকবেন, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ।

BJP সূত্রের খবর, এবার সংগঠনে বড়সড় রদবদল হতে পারে । নেতৃত্বের কাছে আগেই খবর এসেছিল, বেশ কয়েকটি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচনে 'কাজ' করেননি । এবার তাঁদের সরানো হতে পারে । এক রাজ্য নেতা বলছেন, "গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলে বিদায় আসন্ন । ময়দান আঁকড়ে লড়াই করতে হবে । নাহলে নিজের পথ নিজে বেছে নাও ।" শোনা যাচ্ছে, 15-20 জন সভাপতি আছেন এই তালিকায় । কিন্তু, কাদের ছাঁটাই করা হবে সেই লিস্ট এখনও তৈরি হয়নি ।

এদিকে, সদ্য মন্ত্রিত্ব পেয়েছেন সাধারণ সম্পাদিকা দেবশ্রী চৌধুরি । তাঁকে সংগঠনের পদে রাখা হবে না । BJP সূত্রে খবর, দেবশ্রীর জায়গায় দু'জনের নাম ভাবা হচ্ছে । দু'জনেই RSS ঘনিষ্ঠ । প্রথমেই নাম উঠে আসছে রন্তিদেব সেনগুপ্তর । তিনি হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থীও হয়েছিলেন । এছাড়া, কানাঘুঁষোয় তুষারকান্তি ঘোষের নামও শোনা যাচ্ছে । আবার, লকেট চট্টোপাধ্যায় সাংসদ হয়েছেন । তিনি মহিলা মোর্চার সভানেত্রীও । এবার তাঁকে সেই পদ থেকে সরানো হবে । এখন দেখার কার হাতে তুলে দেওয়া হয় মহিলা মোর্চার দায়িত্ব ।

4 তারিখের বৈঠক নিয়ে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "সম্পূর্ণ রুটিন বৈঠক । তবে, সাংগঠনিকস্তরে কিছু রদবদল হবে । অমিত শাহ 180টি আসন বেঁধে দিয়েছেন । সেই টার্গেট পূরণ করাই আমাদের একমাত্র লক্ষ্য ।"

ABOUT THE AUTHOR

...view details