কলকাতা, 8 জুন : ভোট পরবর্তী হিংসা নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হতে চলেছে ভারতীয় জনতা পার্টি ৷ করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এই নিয়ে পদক্ষেপ করবে বিজেপি ৷ মঙ্গলবার এই কথাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷
এদিন কলকাতার হেস্টিংসে বিজেপির রাজ্য কমিটির বৈঠক ছিল ৷ সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ ৷ সেখানেই তিনি ভোট পরবর্তী হিংসা নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার বিষয়টি জানান ৷
একই সঙ্গে তাঁর দাবি, তিনি রাজ্য সরকারকে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত সাড়ে 6 হাজার ঘটনার কথা জানিয়েছেন ৷ চিঠি লিখেছেন ৷ তার পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ ইতিমধ্যে বঙ্গ-বিজেপির তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও বিষয়টি জানানো হয়েছে ৷
আরও পড়ুন :বেসুরোদের বাগে আনতে শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করল বিজেপি
এর পর রাষ্ট্রপতির কাছে যাওয়ার ভাবনা রয়েছে তাঁদের ৷ আদালত ভোট পরবর্তী হিংসা নিয়ে ব্যবস্থা নিতে বলার পরও কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না, সেই প্রশ্নই তুলেছেন দিলীপ ঘোষ ৷ এই বিষয়টিই তাঁরা জানাতে চান রাষ্ট্রপতিকে ৷
তাছাড়া ভোট পরবর্তী হিংসা নিয়ে আগামী 23 জুন থেকে আন্দোলন শুরু করার কথা ঘোষণা করেছেন দিলীপ ঘোষ ৷ তিনি জানিয়েছেন, কর্মীদের বাঁচানোর জন্য, গণতান্ত্রিক অধিকার বাঁচানোর জন্য তাঁদের রাস্তায় নামতে হবে ৷ তাই দলের বিধায়ক-সাংসদরা ধর্না দেবেন ৷
অন্যদিকে এদিন তিনি দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেস অনেক চেষ্টা করেও বিজেপিকে ভাঙাতে পারবে না ৷ এর আগেও বিজেপিকে ভাঙানোর চেষ্টা করেছে তৃণমূল ৷ পারেনি ৷ উল্টে তৃণমূল থেকেই সাংসদ বিধায়করা চলে এসেছেন বিজেপিতে ৷
আরও পড়ুন :আগামিকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী
আর মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নেত্রী কীভাবে হবেন, এদিন দিলীপ ঘোষ সেই প্রশ্ন তুলেছেন ৷ তাঁর প্রশ্ন, আঞ্চলিক দলের নেত্রী কীভাবে ইউপিএ চেয়ারপার্সন হবেন ? এর সঙ্গে তিনি নন্দীগ্রামে মমতার হারের প্রসঙ্গ টেনে এনেছেন ৷ জানিয়েছেন, বাংলা নিজের মেয়েকেই যে চায় না, নন্দীগ্রাম তা বুঝিয়ে দিয়েছে ৷ যিনি হেরেছেন, তিনি মুখ্যমন্ত্রী ৷
শুভেন্দু অধিকারী থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক এড়িয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘মানুষ যাঁকে চায়, তাঁর (শুভেন্দু) সামনে বসতে চাইছেন না ৷ বিধানসভায় কী হবে দেখতে হবে ৷’’
আরও পড়ুন :বিজেপিকে ভাঙাতে চাইলে ফল ভালো হবে না, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর