পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে কাল স্পিকারের দ্বারস্থ হচ্ছে বিজেপি

মুকুল রায়ের(Mukul Roy) বিধায়ক পদ খারিজের দাবিতে শুক্রবার স্পিকারের দ্বারস্থ হচ্ছে বিজেপি ৷ এ কথা জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) ৷

BJP will approach to the assembly Speaker against Mukul Roy tomorrow
মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে কাল স্পিকারের দ্বারস্থ হচ্ছে বিজেপি

By

Published : Jun 17, 2021, 7:50 PM IST

কলকাতা, 17 জুন :আগামিকালই তৃণমূল নেতা মুকুল রায়ের (Mukul Roy) বিরুদ্ধে বিধানসভার অধ্যক্ষের দ্বারস্থ হচ্ছে BJP । আজই মুকুলের বিধায়ক পদ খারিজের চিঠিতে স্বাক্ষর করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)।

মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে কাল স্পিকারকে চিঠি দিচ্ছে বিজেপি । সকাল 11টায় রিসিভ সেকশনে চিঠি জমা দেওয়া হবে । যদি রিসিভ সেকশন কাল বন্ধ থাকে, তাহলে ই-মেল করে স্পিকারকে অভিযোগ জানানো হবে বলে বিজেপি সূত্রে খবর ।

আরও পড়ুন:বাংলায় ভোটের পর কোনও রাজনৈতিক হিংসা হয়নি, দাবি মমতার

জানা গিয়েছে, আজ বিধানসভায় শুভেন্দু অধিকারী এই বিষয়ে বিজেপি বিধায়কদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন । বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয় । প্রথমে ই-মেল করে স্পিকারকে চিঠি দেওয়া হবে বলে ঠিক হয়েছে । এরপর রাজ্যপাল জগদীপ ধনকড়কেও ই-মেল-এর মাধ্যমে বিষয়টি জানানো হবে ।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, "আজই মুকুল রায়ের বিধায়কপদ খারিজের বিরুদ্ধে বিধানসভায় স্পিকারকে চিঠি জমা দিতে গিয়েছিলাম । কিন্তু রিসিভ সেকশন বন্ধ থাকায় সেটা আমরা করতে পারিনি । যদি কালও রিসিভ সেকশন বন্ধ থাকে, তাহলে স্পিকারকে ই-মেল করে অভিযোগ জানানো হবে ৷"

আরও পড়ুন :দলত্যাগ ঠেকাতেই কি রাষ্ট্রপতি শাসনের ফাঁপা হুঙ্কার ?

কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিয়েছেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক মুকুল রায় ৷ তাঁর ঘর ওয়াপসির পর থেকেই দলত্যাগ বিরোধী আইন লাগু করার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী । বিজেপিত্যাগী নেতাকে বিধায়ক পদ ছাড়ার জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছিল বিজেপি । সেই নির্দিষ্ট সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত । সূত্রের খবর, এরপরই তড়িঘড়ি আইনি পথে মুকুল রায়ের মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ।

ABOUT THE AUTHOR

...view details