কলকাতা, 12 সেপ্টেম্বর: বিজেপি দেশে এক দলীয় শাসন কায়েম করতে চাইছে । রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এই অভিযোগ করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় (Sovandeb Slams BJP)। এ দিন রাজ্যের বিরোধী দলের ভূমিকা নিয়ে বলতে গিয়ে এ ভাবেই গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন তিনি (BJP trying to establish one party rule)।
এ দিন রাজ্য বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ছিল । একইসঙ্গে ছিল সর্বদল বৈঠকও । উভয় বৈঠকে শাসকদলের তরফ থেকে একাধিক প্রতিনিধি উপস্থিত থাকলেও ছিলেন না বিরোধীদল বিজেপির কোনও প্রতিনিধি । আর তাই কেন্দ্রের শাসকদলের প্রতি প্রবল কটাক্ষ ছুড়ে দিলেন শোভনদেব চট্টোপাধ্যায় । প্রবীণ মন্ত্রীর (Sovandeb Chattopadhyay) অভিযোগ, দেশে এক দলীয় শাসন কায়েম করতে চাইছে বিজেপি । আর সেই ভাবনা থেকেই রাজ্য বিধানসভায় সাংবিধানিক পদকে অগ্রাহ্য করছেন বিজেপি নেতারা ।
এ দিন অনুপস্থিত বিজেপি নেতাদের কড়া সমালোচনা করেন শোভনদেব চট্টোপাধ্যায় । তিনি বলেন, "বিধানসভায় আমরাও বিরোধী দলে ছিলাম । এটা অস্বীকার করার জায়গা নেই, তখন আমরা অনেক ঝগড়া করেছি । আন্দোলনও করেছি । তারপর এসে অধ্যক্ষের সঙ্গেও বসেছি ।" তাঁর অভিযোগ, "এই মুহূর্তে বিরোধী দলে যাঁরা কাজ করছেন তাঁদের গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে কোনও ধ্যান-ধারণা নেই । আগে বামফ্রন্টের লোকেরা যখন বিরোধী দলে ছিল, তাঁরা কিন্তু বিধানসভায় এই কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে আসতেন । তবে বর্তমান বিরোধীদের গণতান্ত্রিক মূল্যবোধ নেই বলেই এই ধরনের আচরণ করছেন ।"
আরও পড়ুন:সিঙ্গুর অতীত ! রানিনগরে 600 কোটি টাকা বিনিয়োগ টাটাদের, জানালেন মমতা
শোভনদেব চট্টোপাধ্যায় আরও বলেন, তাঁর ধারণা এই মুহূর্তে যাঁরা প্রধান বিরোধী হিসেবে রাজ্য বিধানসভায় রয়েছেন, তাঁদের মূল ধ্যান ধারণা অনেকটাই একনায়কতন্ত্রের মতো । আর তাঁরা সেই পথেই যাচ্ছেন । তাঁরা দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চান । আর সে কারণেই যেখানে তাঁরা বিরোধী দলে আছেন, সেখানে অর্থ খরচ করে এমএলএ কিনে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছেন । এভাবে আর যাই হোক, গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা সম্ভব নয় । তাঁর মতে এই আচরণ আদতে একনায়কতন্ত্রের মতো । আর এর পিছনে বিজেপির শীর্ষ নেতৃত্বের পূর্ণ সমর্থন রয়েছে । সেই জায়গা থেকেই সমস্ত গণতান্ত্রিক পদকে অগ্রাহ্য করতে চাইছেন তাঁরা ।