পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভবানীপুরে তৃণমূলের ফ্লেক্সের উপর BJP-র পোস্টার - bhabanipur

গত বিধানসভা ভোটের পর থেকেই ভবানীপুরের 71 নম্বর ওয়ার্ডে লড়াই চলছে BJP ও তৃণমূলের মধ্যে । সেই লড়াই বাড়ল আরও । তৃণমূলের অভিযোগ, BJP-র কর্মীরা তাদের ফ্লেক্সের উপর BJP-র পোস্টার লাগাচ্ছে ।

তৃণমূলের ফ্লেক্সের উপরে লাগানো হয়েছে BJP-র পোস্টার

By

Published : May 11, 2019, 6:55 PM IST

Updated : May 11, 2019, 7:00 PM IST

কলকাতা, 11 মে : তৃণমূল কংগ্রেসের ফ্লেক্সের উপরে লাগানো হল BJP-র পোস্টার । ঘটনাটি ভবানীপুরের 71 নম্বর ওয়ার্ডের । ঘটনার প্রতিবাদে ভবানীপুর থানা ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল তৃণমূল নেতৃত্ব ।

গত বিধানসভা ও কলকাতা পৌরনিগমের নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রের ভবানীপুরে তুলনামূলক ভালো ফল করেছিল BJP । তারপর থেকেই দুই প্রতিপক্ষের মধ্যে লড়াই তীব্র হয়েছে । তৃণমূলের অভিযোগ, আজ ভবানীপুরের 71 নম্বর ওয়ার্ডে তাদের ফ্লেক্সের উপরে BJP পোস্টার লাগিয়েছে ।

71 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাবলু সিং ETV ভারতকে বলেন, "BJP তৃণমূলের ফ্লেক্সের উপরে অনৈতিকভাবে পোস্টার লাগিয়েছে । আমরা স্থানীয় থানা ও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি ।"

দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী চন্দ্র বোসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি এই বিষয়ে কিছু জানি না । তাই কিছু বলতে পারব না । তদন্ত করব তারপর বলব । কে লাগিয়েছে আগে খবর নিই । আদৌ লেগেছে কি না দেখি, তারপর বলব ।"

Last Updated : May 11, 2019, 7:00 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details