কলকাতা, 17 ডিসেম্বর : রাজ্য নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন হয়ে কাজ করছে ৷ শুক্রবার ফের এই অভিযোগ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (bjp leader suvendu adhikari criticises wb election commission tmc over kmc election 2021) ৷ এর আগেও তিনি এই অভিযোগ এনেছিলেন ৷
আগামী রবিবার কলকাতা পৌরনিগমের নির্বাচন ৷ তার আগে আজ ছিল প্রচারের শেষদিন ৷ এদিন কলকাতার লেবুতলা পার্কে প্রচারের মাঝেই তিনি একহাত নেন রাজ্য নির্বাচন কমিশনকে ৷
তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন প্রথম থেকেই তৃণমূলের শাখা সংগঠন হিসেবে কাজ করছে । এখনকার মুখ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ বাড়ানো হয়েছে ৷ তাই নবান্নের 14 তলা থেকে যা যা বলছে, সেই কাজটাই রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার করছেন ।
এখানে উল্লেখ করা প্রয়োজন, নবান্ন রাজ্যের প্রশাসনিক ভবন ৷ আর ওই ভবনের 14 তলায় মুখ্যমন্ত্রীর অফিস ৷ সেখানে বসেই রাজ্যের প্রশাসনিক প্রধানের দায়িত্ব সামলান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ফলে নির্বাচন কমিশনের পাশাপাশি শুভেন্দু যে মমতাকেও নিশানা করেছেন, তা পরিষ্কার ৷
এর পর আরও একবার নাম না করে মমতার বিরুদ্ধে অভিযোগ করেন নন্দীগ্রামের বিধায়ক ৷ তাঁর দাবি, এই নির্বাচন নিরপক্ষ হোক, ভয় মুক্ত পরিবেশে হোক, কলকাতার নাগরিকরা তাদের পার্ষদদের বেছে নিক, সেটা উনি চান না বলে এই সব কাণ্ডকারখানা করছেন । কিন্ত গণতন্ত্রে শেষ কথা মানুষই বলে ।
শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘ভারতীয় জনতা পার্টি এই সব দিকে পুরো নজর রেখেছে । কোনও ভাবে বিজেপি করতে গিয়ে যদি কেউ আক্রান্ত হন । যদি ভোট দিতে গিয়ে কাউকে রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হয় । বিজেপি কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করবে । আগামী পরশু দিন অবরোধ করবে ।’’
এছাড়াও একাধিক ইস্যুতে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সমালোচনা করেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, ‘‘আমরা নন্দীগ্রামে আন্দোলন না করলে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে 16 দিন অনশন করতে পারতেন না । সেই জন্য টাটার কারখানাকে তাড়িয়েছে । কৃষিজমি ধ্বংস করেছে । এই সব নাটক । এর কোনও প্রাসঙ্গিকতা নেই ।’’
Suvendu on KMC Election 2021 : রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলের শাখা সংগঠন, কটাক্ষ শুভেন্দুর সিঙ্গুরের বর্তমান বিধায়ক বেচারাম মান্না মমতার সিঙ্গুর আন্দোলনের সময় চুন-সুরকি সরবরাহ করত বলে দাবি করেছেন শুভেন্দু ৷ তার পর বেচারামকে উদ্দেশ্য করে তাঁর মন্তব্য, ‘‘বেচারাম মান্নাকে বলব মুখ্যমন্ত্রীকে দিয়ে বাংলার কৃষিঋণ মুকুব করে দেখাক ।’’
আরও পড়ুন :KMC Election 2021 : 25 নম্বর ওয়ার্ডে লড়াইয়ে মুখোমুখি দুই ভাই, রাজনীতি ছায়া ফেলেনি সম্পর্কে
এদিকে আজ দক্ষিণ কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল ও সভা ছিল ৷ সেই নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু ৷ তিনি বলেন, ‘‘এরা দুই জন রাস্তায় নামলেই মানুষের চরম ভোগান্তি । তাই যাঁরা আটকে থাকলেন । তাঁরা বোতামে পদ্মফুল টিপতে পারবেন ।’’