আমতলা, 14 ফেব্রুয়ারি: কলকাতায় এসেছিলেন চিকিৎসা করাতে, বিষ্ণুপুরের আমতলায় ভাইঝির বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতীর খপ্পড়ে পড়ে সর্বস্ব খোয়ালেন মধ্যপ্রদেশের BJP নেতা ধুরন্ধর ভারতী ৷ অভিযোগ, চলন্ত বাসে তাঁকে কেউ মাদক মেশানো খাবার খাইয়ে সর্বস্ব লুট করে নেয়, সহযাত্রীরা অচৈতন্য অবস্থায় তাঁকে আমতলা গ্রামীণ হাসপাতালে ভরতি করে ৷ ওই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ ও মোবাইলের কোনও খোঁজ মেলেনি ৷
মধ্যপ্রদেশের BJP নেতাকে চলন্ত বাসে মাদক খাইয়ে লুট - আমতলা গ্রামীণ হাসপাতাল
কলকাতায় চিকিৎসা করাতে এসে খোয়ালেন মধ্যপ্রদেশের BJP নেতা ধুরন্ধর ভারতী ৷
মধ্যপ্রদেশের ভিলাইয়ের বাসিন্দা ধুরন্ধর ভারতী BJP-র স্থানীয় কম্পা মণ্ডলের সাধারণ সম্পাদক । তিনি কলকাতায় এসেছিলেন ডাক্তার দেখাতে ৷ নিউটাউনের এক চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি ৷ সেখান থেকে বিষ্ণুপুরের আমতলায় ভাইঝির বাড়ির উদ্দেশে রওনা দেন । তার সঙ্গে একটি ব্যাগ, মোবাইল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রও ছিল । বাসে তাঁকে কেউ মাদক মেশানো খাবার খাইয়ে দেওয়ায় তিনি অচৈতন্য হয়ে পড়েন ৷ বাসের কিছু যাত্রী তাঁকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ তাঁর মানিব্যাগে থাকা মোবাইল নম্বরে ফোন করে এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয় ৷ খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ ৷
ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷