কলকাতা, 22 মে: রবিবার তৃণমূলে 'ঘর ওয়াপসি' হয়েছে অর্জুন সিংয়ের ৷ ব্যারাকপুরের সাংসদের পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে এই প্রত্যাবর্তন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চার বিষয় ৷ এর সূত্র ধরেই এদিন সামনে এসেছে বিজেপি নেতা অনুপম হাজরার টুইটার পোস্ট ৷ এই পোস্টগুলিতে অনুপম কারও নাম না করলেও, তাঁর কটাক্ষের লক্ষ্য যে তৃণমূল নেতৃত্ব তা বুঝতে অসুবিধা হয় না (BJP leader Anupam Hazra criticises TMC leaders in social media posts) ৷
এদিন দুপুরে প্রথম টুইটে অনুপম লেখেন "মায়ের কথায় বিশ্বাস করে, মাঝখান থেকে শুধু "মা বলা ছেলেটা" বোকা হলো...যাকে মাঝে মাঝেই মায়ের দরজা আগলে শুয়ে থাকতে দেখা যায় ৷" এরসঙ্গে একটি সংবাদ পত্রের খবরের শিরোনামও পোস্ট করেন তিনি ৷ যেখানে লেখা,"দল ছাড়লে ফেরানো হবে না আর : মমতা" ৷ রাজনৈতিম মহলের মতে, অনুপম নাম না করলেও তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকেই কটাক্ষ করেছেন ৷ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করে দেবাংশুই একসময় বলেছিলেন, বিধানসভা ভোটের আগে যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন তাঁরা ফের দলে ফিরতে চাইলে তিনি দরজা আগলে শুয়ে থাকবেন, দলে ফেরার বিরোধিতা করবেন ৷