কলকাতা, 23 অক্টোবর : খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে পৌর নির্বাচনের (West Bengal Municipal Election) দামামা বাজতে চলেছে ৷ বিধানসভা নির্বাচনের ফলকে পুঁজি করে তাই পৌরভোটেও সাফল্যের অঙ্ক কষছে ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ তাই ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড় ৷ বিশেষ পরিকল্পনা করার জন্য দলের জাতীয় নেতৃত্বের তরফে বাংলায় পাঠানো হচ্ছে সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের বিশেষ প্রতিনিধি দল ৷ বঙ্গ-বিজেপির একটি সূত্র থেকে এমনই খবর পাওয়া গিয়েছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বহু পৌরসভা ও একাধিক পৌরনিগমের ভোট বকেয়া পড়ে রয়েছে ৷ সর্বত্রই প্রশাসনিক বোর্ড দিয়ে কাজ চালানো হচ্ছে ৷ পৌর নির্বাচন করানোর দাবিতে বহুবার দাবি করেছে বিজেপি ৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যে পৌরভোট করানোর ইঙ্গিত দিয়েছেন ৷
আরও পড়ুন :Goa Politics : মমতার সফরের আগেই মোদির মুখে গোয়ার ‘উন্নয়ন মডেল’
আর তার পর থেকেই নেপথ্যে পরিকল্পনা করা শুরু করে দিয়েছে বিজেপি ৷ এমনই দাবি করেছে গেরুয়া শিবিরের ওই সূত্র ৷ তাদের দাবি, রাজ্যে 127 টি পৌরসভার নির্বাচন হওয়ার কথা ৷ তার মধ্যে 50 টিতে জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি ৷ সেই কারণেই দিল্লি থেকে সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের বিশেষ প্রতিনিধি দল পাঠানো হচ্ছে ।
কী কাজ করবে তারা ? ওই সূত্রের বক্তব্য, 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের (Trinamool Congress) ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) মডেলের অনুকরণেই কাজ হবে । লক্ষ্য এই সব পৌরনিগম এবং পৌরসভা এলাকায় ভোটারদের প্রোফাইল ম্যাপ তৈরি করা ৷ আর সেই অনুযায়ী নির্বাচনী প্রচারের ধারা নির্দিষ্ট করা । সেই কারণে বিভিন্ন এলাকায় পরিদর্শন করবে ওই দল ৷ এমনকী, সাধারণ মানুষের সঙ্গে কথাও বলবে ৷