পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP : পৌরভোটে বিজেপির জয়ের ছক কষতে দিল্লি থেকে আসছে বিশেষ দল, নজর উত্তরবঙ্গে

127 টি পৌরসভার নির্বাচনে সাফল্য আনতে মরিয়া বিজেপি ৷ তাই এখন থেকেই জয়ের ছক কষতে শুরু করেছে গেরুয়া শিবির ৷

bjp-central-leadership-sending-team-to-bengal-for-municipal-poll-strategy-planning
BJP : পৌরভোটে বিজেপির জয়ের ছক কষতে দিল্লি থেকে আসছে বিশেষ দল, নজর উত্তরবঙ্গে

By

Published : Oct 23, 2021, 8:05 PM IST

কলকাতা, 23 অক্টোবর : খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে পৌর নির্বাচনের (West Bengal Municipal Election) দামামা বাজতে চলেছে ৷ বিধানসভা নির্বাচনের ফলকে পুঁজি করে তাই পৌরভোটেও সাফল্যের অঙ্ক কষছে ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ তাই ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড় ৷ বিশেষ পরিকল্পনা করার জন্য দলের জাতীয় নেতৃত্বের তরফে বাংলায় পাঠানো হচ্ছে সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের বিশেষ প্রতিনিধি দল ৷ বঙ্গ-বিজেপির একটি সূত্র থেকে এমনই খবর পাওয়া গিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বহু পৌরসভা ও একাধিক পৌরনিগমের ভোট বকেয়া পড়ে রয়েছে ৷ সর্বত্রই প্রশাসনিক বোর্ড দিয়ে কাজ চালানো হচ্ছে ৷ পৌর নির্বাচন করানোর দাবিতে বহুবার দাবি করেছে বিজেপি ৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যে পৌরভোট করানোর ইঙ্গিত দিয়েছেন ৷

আরও পড়ুন :Goa Politics : মমতার সফরের আগেই মোদির মুখে গোয়ার ‘উন্নয়ন মডেল’

আর তার পর থেকেই নেপথ্যে পরিকল্পনা করা শুরু করে দিয়েছে বিজেপি ৷ এমনই দাবি করেছে গেরুয়া শিবিরের ওই সূত্র ৷ তাদের দাবি, রাজ্যে 127 টি পৌরসভার নির্বাচন হওয়ার কথা ৷ তার মধ্যে 50 টিতে জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি ৷ সেই কারণেই দিল্লি থেকে সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের বিশেষ প্রতিনিধি দল পাঠানো হচ্ছে ।

কী কাজ করবে তারা ? ওই সূত্রের বক্তব্য, 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের (Trinamool Congress) ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) মডেলের অনুকরণেই কাজ হবে । লক্ষ্য এই সব পৌরনিগম এবং পৌরসভা এলাকায় ভোটারদের প্রোফাইল ম্যাপ তৈরি করা ৷ আর সেই অনুযায়ী নির্বাচনী প্রচারের ধারা নির্দিষ্ট করা । সেই কারণে বিভিন্ন এলাকায় পরিদর্শন করবে ওই দল ৷ এমনকী, সাধারণ মানুষের সঙ্গে কথাও বলবে ৷

আরও পড়ুন :BJP : সুকান্ত-দিলীপ জুটিই পৌরভোটে সাফল্য আনবে, বিশ্বাস বিজেপি শীর্ষ নেতৃত্বের

তবে উত্তরবঙ্গেই বেশি নজর থাকবে বলে ওই সূত্র জানিয়েছে ৷ তাদের দাবি, উত্তরবঙ্গে 2016 সালের বিধানসভা নির্বাচন থেকে বিজেপি ভালো ফল করছে ৷ তাই উত্তরবঙ্গের অধিকাংশ পৌরসভায় জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চাইছে তারা ৷ যদিও এই বিশেষ দল আসার আগেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) তরফে কাজ শুরু করে দেওয়া হয়েছে বলে খবর । বাংলায় আরএসএস-এর প্রধান রমাপদ পাল ইতিমধ্যে উত্তরবঙ্গে একটি বৈঠক করেছেন বলে জানা গিয়েছে ।

বিজেপির ওই সূত্রের খবর, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও (West Bengal BJP President Sukanta Majumder) উত্তরবঙ্গের পৌরসভাগুলিতে ভালো ফলাফলের জন্য সব ক’টি সাংগঠনিক জেলার সভাপতিদের নিয়ে নভেম্বরে বৈঠক করবেন । উত্তরবঙ্গের সাংগঠনিক জেলাগুলির দায়িত্বে থাকা বিজেপি নেতা সায়ন্তন বসুর সঙ্গে ইতিমধ্যেই এই প্রস্থ বৈঠক সেরে ফেলেছেন সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ (Dilip Ghosh) । তাছাড়া কোন পৌরসভায় কোন নেতাকে দায়িত্ব দেওয়া হবে তারও একটা তালিকা দ্রুত প্রকাশ করা হবে ।

আরও পড়ুন :CPM Central Committee : রাজনৈতিক অবস্থান ঠিক করতে বৈঠকে সিপিএমের কেন্দ্রীয় কমিটি

এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বিজেপি বাংলায় বিরোধী দল। তবে এবার দেখবেন বাংলায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে অনেক পৌরসভায় ক্ষমতায় আসবে বিজেপি । আর আমাদের সংগঠনের কাজ সারা বছরই চলতে থাকে । বাংলার মানুষ অনেক পৌরসভার দায়িত্ব এবার বিজেপির হাতে তুলে দেবেন । কারণ, তৃণমূল পরিচালিত পৌরবোর্ডগুলি দুর্নীতি, স্বজনপোষণ ও ভ্যাকসিন কেলেঙ্কারির জবাব এবার পৌরসভার ভোটে মানুষ দেবেন ৷"

ABOUT THE AUTHOR

...view details