নিউটাউন, 27 জুন : দলীয় কার্যালয় ভেঙে দেওয়ার ঘটনায় HIDCO অফিস ঘেরাও করে বিক্ষোভ BJP-র । পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে BJP কর্মী-সমর্থকদের ।
আজ সকালে নিউটাউনের কাছে যাত্রাগাছিতে BJP-র একটি দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হয় । BJP-র অভিযোগ, রাতের অন্ধকারে বিনা নোটিশেই তাদের কার্যালয় ভেঙে দেওয়া হয় । এরই প্রতিবাদে BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকরা HIDCO-র অফিসের সামনে বিক্ষোভ দেখায় । বিক্ষোভকারীদের ঠেকাতে ব্যারিকেড দেয় পুলিশ । কিন্তু বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ।