পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Biman Banerjee on Partha Chatterjee: বিধানসভায় পার্থর ঘর আপাতত বন্ধই থাকবে, জানালেন অধ্যক্ষ - বিমান বন্দ্যোপাধ্যায়

পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) জন্য বিধানসভায় বরাদ্দ ঘর আপাতত বন্ধই থাকবে জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee) ৷ তবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনও 'সন্ধিহান' অধ্যক্ষ ৷

Biman Banerjee
Biman Banerjee

By

Published : Aug 2, 2022, 7:50 PM IST

কলকাতা, 2 অগস্ট: নিয়োগ দুর্নীতি মামলায়(Recruitment Scam) এই মুহূর্তে ইডি(ED) হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) । জেরার মুখে দফায় দফায় প্রশ্নবান ছুটে আসছে তাঁর দিকে । মন্ত্রিসভায় থাকাকালীন নবান্নে তাঁর জন্য বরাদ্দ ঘর আজ তালা বন্ধ । একইভাবে তালা বন্ধ বিধানসভায় তাঁর জন্য বরাদ্দ ঘরও । দুটো ঘর থেকেই খুলে নেওয়া হয়েছে নেমপ্লেট । কিন্তু মঙ্গলবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee) জানিয়ে দিলেন, মন্ত্রী না থাকলেও আপাতত তালা বন্ধই থাকবে পার্থ চট্টোপাধ্যায়ের ঘর ।

প্রসঙ্গত, সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানিয়ে দিয়েছেন, বুধবার রাজ্য মন্ত্রিসভার রদবদল হতে চলেছে । 5-6 জন নতুন মন্ত্রী শপথ নেবেন আগামিকাল বিকেল চারটেয় । কোনও সন্দেহ নেই, পরিষদীয় দফতরের দায়িত্বও কাউকে না কাউকে দেওয়া হবে । তবে পরিষদীয় মন্ত্রী হিসেবে পার্থ চট্টোপাধ্যায় যে ঘরে বসতেন সেটা থাকবে তালা বন্ধই । নতুন পরিষদীয় মন্ত্রীকে দেওয়া হবে না এই ঘরটি ।

পার্থর অনুপস্থিতিতে বিধানসভায় তাঁর ঘর আপাতত বন্ধই থাকবে, জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার এ বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় ৷ তিনি বলেন, "পার্থবাবুকে যে ঘরটি দেওয়া হয়েছিল সেটি বিধানসভার ঘর । বিধানসভার এই ঘরটিকে আমরা সুরক্ষিত রেখেছি । যতদিন না তদন্ত শেষ হচ্ছে ঘরটা ওইরকমই থাকবে । বিধানসভার তরফ থেকে ওই ঘর এখনও পর্যন্ত কাউকে দেওয়া হয়নি । এখনই ওই ঘর কাউকে দেওয়া হবে কি না সে বিষয়ে চিন্তাভাবনা করিনি ।"

এদিন পার্থ চট্টোপাধ্যায় নিয়ে সাংবাদিকদের অন্যান্য প্রশ্ন এড়িয়ে গিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । তাঁকে প্রশ্ন করা হয় এতদিন পরিষদীয় মন্ত্রী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন, যে অভিযোগগুলো তাঁর বিরুদ্ধে উঠছে সেগুলো সম্পর্কে কখনো আঁচ করতে পেরেছেন । জবাবে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "তদন্ত চলছে । তদন্তের বিষয়ে আমি কোন মন্তব্য করব না । পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী রয়েছেন তাঁরা নিশ্চয়ই এ বিষয়ে বলতে পারবেন ।"

আরও পড়ুন:দশদিনের ব্যবধানে একই মেরুতে বিজেপি বিরোধী পার্থ-সঞ্জয়

একইসঙ্গে অধ্যক্ষ জানান, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠছে, তা শুনে তিনি কিছুটা অবাকই হয়েছেন । তাঁর আরও সংযোজন, "পার্থবাবুর বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে সত্যতা কতটা আছে তা তদন্তের পরই জানা যাবে ।" এই কথা থেকে অনেকেই মনে করছেন পার্থর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনও সন্ধিহান বিমান ।

ABOUT THE AUTHOR

...view details