কলকাতা, 2 অগস্ট: নিয়োগ দুর্নীতি মামলায়(Recruitment Scam) এই মুহূর্তে ইডি(ED) হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) । জেরার মুখে দফায় দফায় প্রশ্নবান ছুটে আসছে তাঁর দিকে । মন্ত্রিসভায় থাকাকালীন নবান্নে তাঁর জন্য বরাদ্দ ঘর আজ তালা বন্ধ । একইভাবে তালা বন্ধ বিধানসভায় তাঁর জন্য বরাদ্দ ঘরও । দুটো ঘর থেকেই খুলে নেওয়া হয়েছে নেমপ্লেট । কিন্তু মঙ্গলবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee) জানিয়ে দিলেন, মন্ত্রী না থাকলেও আপাতত তালা বন্ধই থাকবে পার্থ চট্টোপাধ্যায়ের ঘর ।
প্রসঙ্গত, সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানিয়ে দিয়েছেন, বুধবার রাজ্য মন্ত্রিসভার রদবদল হতে চলেছে । 5-6 জন নতুন মন্ত্রী শপথ নেবেন আগামিকাল বিকেল চারটেয় । কোনও সন্দেহ নেই, পরিষদীয় দফতরের দায়িত্বও কাউকে না কাউকে দেওয়া হবে । তবে পরিষদীয় মন্ত্রী হিসেবে পার্থ চট্টোপাধ্যায় যে ঘরে বসতেন সেটা থাকবে তালা বন্ধই । নতুন পরিষদীয় মন্ত্রীকে দেওয়া হবে না এই ঘরটি ।
মঙ্গলবার এ বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় ৷ তিনি বলেন, "পার্থবাবুকে যে ঘরটি দেওয়া হয়েছিল সেটি বিধানসভার ঘর । বিধানসভার এই ঘরটিকে আমরা সুরক্ষিত রেখেছি । যতদিন না তদন্ত শেষ হচ্ছে ঘরটা ওইরকমই থাকবে । বিধানসভার তরফ থেকে ওই ঘর এখনও পর্যন্ত কাউকে দেওয়া হয়নি । এখনই ওই ঘর কাউকে দেওয়া হবে কি না সে বিষয়ে চিন্তাভাবনা করিনি ।"