কলকাতা, 23 সেপ্টেম্বর : কয়েকদিনের মধ্যে বিজেপির এক বড় নেতা তৃণমূলে যোগ দিতে চলেছেন ৷ আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সেই সঙ্গে তাঁর দাবি, বাংলায় গেরুয়া শিবিরের কোনও অস্তিত্ব থাকবে না ৷ 30 সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন রয়েছে ৷ তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভবানীপুরের অলিতে গলিতে ঘুর ঘুরে প্রচার করছেন ফিরহাদ ৷ সেখানেই তিনি এ কথা জানিয়েছেন ৷ তবে, ফিরহাদ জানিয়েছেন, তৃণমূল নির্বিচারে বিজেপি ভাঙিয়ে লোক নিচ্ছে না ৷
ফিরহাদ এদিন জানান, যে সব বিজেপি নেতারা তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন, তাঁদের সবার পুরোনো সব রেকর্ড এবং ছবি সহ-সব তথ্য যাচাই করা হচ্ছে ৷ এর পর তাঁদের আবেদন নিয়ে আলোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে ৷ প্রসঙ্গত, গত এপ্রিল মাস থেকে মে পর্যন্ত রাজ্যে ভোটের সময় তৃণমূল থেকে নেতারা বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতে ফেরার পর ঠিক উল্টো ছবি দেখা যাচ্ছে বিজেপির ক্ষেত্রে ৷
আরও পড়ুন :Mamata Banerjee : জাতীয় ইস্যু নিয়ে সরব তৃণমূল নেত্রী, ভবানীপুর থেকেই ভারত জয়ের বার্তা মমতার