কলকাতা, 27 অক্টোবর : কাকুলিয়া রোডের জোড়া খুনের মামলায় অন্যতম অভিযুক্ত ভিকি হালদারের সঙ্গে যুক্ত রয়েছে বড় কোনও অপরাধী ৷ এমনটাই ধারণা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ৷ তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দারা জানতে পেরেছিলেন, নিজের বাবাকে খুনের চেষ্টার অভিযোগে কয়েকমাস জেল খেটে এসেছে ভিকি ৷ গোয়েন্দাদের প্রাথমিক অনুমান জেলে থাকাকালীন কোনও এক বড় অপরাধীর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল সে ৷ এখন সেই অপরাধীর কাছেই গা ঢাকা দিয়ে আছে ভিকি হালদার ৷
পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকে গোয়েন্দাদের অনুমান, এই ঘটনায় সেই তৃতীয় ব্যক্তিও যুক্ত থাকতে পারে ৷ কারণ কাকুলিয়া রোডে সুবীর চাকি এবং তাঁর গাড়ির চালক রবীন মণ্ডলকে খুনের পর ভিকির সঙ্গে এক ব্যক্তি দেখা করতে এসেছিল ৷ পুলিশের সন্দেহ জোড়া খুনের ঘটনায় তৃতীয় ওই ব্যক্তিও সরাসরি যুক্ত রয়েছে ৷ এক্ষেত্রে ডায়মন্ড হারবার জেলা পুলিশের কাছ থেকে গোয়েন্দারা তথ্য নিচ্ছেন যে, সেই সময় ভিকির সঙ্গে জেলে একই সেলে আর কোনও বন্দি ছিল কি না ৷ আর তাদের মধ্যে এখন কারাকারা জেলের বাইরে ৷ সেই তালিকা তৈরি করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷
আরও পড়ুন : Alapan Bandyopadhyay : রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি চিঠি