কলকাতা, 29 এপ্রিল : সস্ত্রীক ভোট দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ চৌরঙ্গি বিধানসভার এক বুথে গিয়ে ভোট দেন তিনি ৷ সেই সঙ্গে তাঁর বার্তা, করোনার বিধিনিষেধ একশো শতাংশ মেনে সকলকে ভোট দিতে হবে ৷ নির্বাচনকে ঘিরে কমিশনের আয়োজনে তিনি খুব খুশি বলে জানান রাজ্যপাল ৷
আরও পড়ুন : ভোটার তালিকায় মৃত, ভোট দিতে পারলেন না বহরমপুরের বাসিন্দা
আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অষ্টম তথা শেষ দফার নির্বাচন ৷ উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্র সহ রাজ্যের মোট 35টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ৷ আজ শেষ দফায় ভোট দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রে সস্ত্রীক ভোট দেন তিনি ৷
গণতন্ত্রের মহান উৎসব নির্বাচন, ভোট দিয়ে জানালেন রাজ্যপাল ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, ‘‘গণতন্ত্রের সবচেয়ে মহান উৎসব হল নির্বাচন ৷ আর আমরা দু’জনেই ভোট দিয়েছি ৷ 100 শতাংশ কোভিড প্রোটোকল মেনে চলতে হবে ৷ আয়োজন নিয়ে আমি খুবই খুশি ৷ নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী খুব ভাল কাজ করছে ৷ গণতন্ত্র কেবল আপনার ভোটের মাধ্যমেই শক্তিশালী হবে ৷ আর যাঁরা ভোট দেবেন না, তাঁরা নিজেদের অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবেন ৷’’