কলকাতা, 21 এপ্রিল : এবার বঙ্গ ভোটে নতুন কী কী পাওয়া গেল ? এই প্রশ্নের উত্তরে যে নামগুলি সামনে আসবে, তার মধ্যে অন্যতম কপ্টার আর বিমান ৷ এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে অন্যতম বাহন হয়ে উঠেছে কপ্টার ও বিমান ৷
বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কপ্টারে চেপেই বাংলার এদিক থেকে ওদিক ‘ছুটে’ বেড়াচ্ছেন ৷ আবার দিল্লি থেকে বিজেপি নেতাদের বিমানও ঘনঘন এসে পৌঁছচ্ছে কলকাতা-সহ রাজ্যের অন্য বিমান বন্দরগুলিতে ৷
যা বিস্ময় জাগাচ্ছে বঙ্গ-বাসীর কাছে ৷ তাই বিভিন্ন জনসভায় নেতাদের বক্তৃতা শুনতে যত মানুষ হাজির হচ্ছেন, তার থেকে বেশি মানুষ আসছেন কপ্টার দেখার জন্য ৷