পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আকাশপথে নেতা নাকি ভ্যাকসিন আসছে, বিস্মিত বঙ্গবাসী - Election

এবার বঙ্গ ভোটে নতুন কী কী পাওয়া গেল ? এই প্রশ্নের উত্তরে যে নামগুলি সামনে আসবে, তার মধ্যে অন্যতম কপ্টার আর বিমান ৷ এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে অন্যতম বাহন হয়ে উঠেছে কপ্টার ও বিমান ৷

আকাশপথে নেতা নাকি ভ্যাকসিন আসছে, বিস্মিত বঙ্গবাসী
আকাশপথে নেতা নাকি ভ্যাকসিন আসছে, বিস্মিত বঙ্গবাসী

By

Published : Apr 21, 2021, 7:59 PM IST

কলকাতা, 21 এপ্রিল : এবার বঙ্গ ভোটে নতুন কী কী পাওয়া গেল ? এই প্রশ্নের উত্তরে যে নামগুলি সামনে আসবে, তার মধ্যে অন্যতম কপ্টার আর বিমান ৷ এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে অন্যতম বাহন হয়ে উঠেছে কপ্টার ও বিমান ৷

বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কপ্টারে চেপেই বাংলার এদিক থেকে ওদিক ‘ছুটে’ বেড়াচ্ছেন ৷ আবার দিল্লি থেকে বিজেপি নেতাদের বিমানও ঘনঘন এসে পৌঁছচ্ছে কলকাতা-সহ রাজ্যের অন্য বিমান বন্দরগুলিতে ৷

যা বিস্ময় জাগাচ্ছে বঙ্গ-বাসীর কাছে ৷ তাই বিভিন্ন জনসভায় নেতাদের বক্তৃতা শুনতে যত মানুষ হাজির হচ্ছেন, তার থেকে বেশি মানুষ আসছেন কপ্টার দেখার জন্য ৷

আরও পড়ুন :তৃণমূল-বিজেপির কড়া টক্করের মাঝে ভোট-ষষ্ঠীতে প্রাসঙ্গিক হওয়ার লড়াই বাম-কংগ্রেসের

এদিকে করোনায় ফের বাড়ছেন সমান ভাবে ৷ করোনার ভ্যাকসিনও আসছে আকাশ পথে ৷ তাই বঙ্গ-বাসী বিস্ময়ে আকাশপানে চেয়ে ভাবছেন যে বিমানে রাজনৈতিক নেতা আসছেন নাকি করোনার ভ্যাকসিন আসছে ৷

আরও পড়ুন :দিলীপ গোয়ালা কী গোরুর দুধের সোনা দিয়ে সোনার বাংলা গড়বেন ? কটাক্ষ সায়ন্তিকার

ABOUT THE AUTHOR

...view details