পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জীবনের থেকেও বড় প্রচারের অধিকার? বিজেপি-কমিশনকে তোপ মহুয়ার

কোভিড আবহে বিজেপি ও নির্বাচন কমিশনকে তুলোধোনা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ ভোটারদের ঝুঁকির মুখে রেখে ভোটের দফা না-কমানোয় তোপ দাগেন তিনি ৷

bengal election 2021: tmc mp mahua moitra attacks ec over covid surge
কোভিড আবহে ভোট-প্রচার নিয়ে বিজেপি-কমিশনকে তোপ মহুয়ার

By

Published : Apr 19, 2021, 3:57 PM IST

Updated : Apr 19, 2021, 4:04 PM IST

কলকাতা, 19 এপ্রিল: কোভিড পরিস্থিতিতেও ভোটের দফা না-কমানোয় নির্বাচন কমিশনকে ফের একহাত নিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ ভোটারদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে বিজেপি কী ভাবে প্রচার চালিয়ে যাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷

সোমবার এই নিয়ে টুইটে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মহুয়া মৈত্র ৷ তিনি লিখেছেন, "কেন নির্বাচন কমিশন আমাদের সবাইকে মেরে ফেলতে নাছোড়বান্দা হয়ে রয়েছে ? কেন অতিমারি আইন জারি করা হচ্ছে না আর ভোটগ্রহণ একসঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে না ?"

শুধু নির্বাচন কমিশনই নয়, করোনার আবহে প্রচার চালিয়ে যাওয়ার জন্য বিজেপির বিরুদ্ধেও তোপ দেগেছেন তৃণমূল সাংসদ ৷ তিনি লিখেছেন, "কীভাবে ভোটারদের জীবনের অধিকারের থেকে প্রার্থীদের প্রচারের অধিকারকে উপরে রাখছে বিজেপি?"

করোনাকালে গঠিত হওয়া প্রধানমন্ত্রীর তহবিল পিএমকেয়ার-কেও তুলোধোনা করেছেন মহুয়া ৷ তিনি টুইটে লিখেছেন, "পিএমকেয়ারস হল একটা হাস্যকর মায়া ৷"

আরও পড়ুন:করোনা আবহে আট দফা ভোট, কমিশনকে তোপ মহুয়ার

কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে সর্বদলীয় বৈঠকে নির্বাচন কমিশনকে তৃণমূল প্রস্তাব দিয়েছিল যে, বাকি দফার ভোট এক বা দু দিনে করে দেওয়া হোক ৷ বিজেপি ছাড়া অন্যান্য দলগুলিরও তাতে আপত্তি ছিল না ৷ যদিও কমিশন সেই পথে না-হেঁটে, প্রচারের সময়সীমা কমিয়েছে ৷ তবে ভোটের দফা কমানো হয়নি ৷

Last Updated : Apr 19, 2021, 4:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details