কলকাতা, 19 এপ্রিল: কোভিড পরিস্থিতিতেও ভোটের দফা না-কমানোয় নির্বাচন কমিশনকে ফের একহাত নিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ ভোটারদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে বিজেপি কী ভাবে প্রচার চালিয়ে যাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷
সোমবার এই নিয়ে টুইটে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মহুয়া মৈত্র ৷ তিনি লিখেছেন, "কেন নির্বাচন কমিশন আমাদের সবাইকে মেরে ফেলতে নাছোড়বান্দা হয়ে রয়েছে ? কেন অতিমারি আইন জারি করা হচ্ছে না আর ভোটগ্রহণ একসঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে না ?"
শুধু নির্বাচন কমিশনই নয়, করোনার আবহে প্রচার চালিয়ে যাওয়ার জন্য বিজেপির বিরুদ্ধেও তোপ দেগেছেন তৃণমূল সাংসদ ৷ তিনি লিখেছেন, "কীভাবে ভোটারদের জীবনের অধিকারের থেকে প্রার্থীদের প্রচারের অধিকারকে উপরে রাখছে বিজেপি?"