কলকাতা, 21 মার্চ :বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার বিষয়ে বলা হয়েছে । আর এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, বিজেপির কথায় ভুলবে না বাংলার মানুষ । কারণ, এনআরসি বা নাগরিকত্ব দিতে গিয়ে অসমে মানুষের কী অবস্থা হয়েছে, তা সকলেই দেখেছে । এর থেকে শিক্ষা নিয়ে মানুষ কখনোই বিজেপিকে সমর্থন করবে না ।
তৃণমূলের এই প্রবীণ সাংসদ এদিন বলেন, ‘‘বাংলার জন্য ইস্তাহার, কিন্তু তা প্রকাশ করলেন একজন গুজরাটের লোক । আর তাঁর পাশে ছিলেন একজন মধ্যপ্রদেশের বাসিন্দা ।’’ এদিন তৃণমূল কটাক্ষ করেছে, এই ঘটনার অর্থ, বিজেপি বাংলার ক্ষমতায় আসতে চায় কিন্তু বাংলায় তাঁদের ইস্তাহার প্রকাশ করার মতো কোনও মুখ নেই । আর সে কারণেই টুরিস্ট গ্যাংদের এনে ইস্তাহার প্রকাশ করতে হচ্ছে । সৌগত রায় এও বলেন, ‘‘দলের বিষয়গুলি পরিচালনার জন্য এখনও বিজেপির কাছে কোনও সক্ষম নেতা নেই ।’’
তৃণমূল নেতৃত্বের ব্যাখ্যা, বিজেপির এই ইস্তাহার আসলে কিছু নির্বাচনী প্রতিশ্রুতি । এই প্রতিশ্রুতি যে তাঁরা রক্ষা করবেন তার কোনও অর্থ নেই । কারণ, অতীতে 2014 সালে দেখা গিয়েছিল বছরে দু'কোটি চাকরি আর প্রত্যেক নাগরিকের ব্যাংক একাউন্টে 15 লক্ষ টাকা করে পাঠাবেন বলেছিলেন তারা । কিন্তু নির্বাচনে জেতার পর সেই প্রতিশ্রুতি ভুলে গিয়েছেন তারা । এবারও যে তা হবে না তার নিশ্চয়তা কে দেবে ?
সৌগত রায় বলেন, ‘‘বিজেপি আসলে তৃণমূল কংগ্রেসকে অনুকরণ ও অনুসরণ করছে । বিজেপির ইস্তাহার ভালো করে লক্ষ্য করলে এও দেখা যাবে বেশ কিছু জিনিস তৃণমূলের অনুসরণ করে করা হয়েছে ।’’ দমদমের সাংসদ বলেন, ‘‘বিজেপির ইশতেহারের কী বিশ্বাস যোগ্যতা আছে ? কারণ অতীতেও দেখা গিয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেনি এই দলটি ।’’