পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নজর নন্দীগ্রামে, লোকসভার নিরিখে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা বাকি 29 কেন্দ্রেও - 30 আসনে ভোট বৃহস্পতিবার

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট ৷ 30 টি আসনে ভোট হবে ৷ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ৷ তার মধ্যে সবার নজর নন্দীগ্রামে৷ সেখানে মুখোমুখি মমতা-শুভেন্দু ৷

বঙ্গ ভোটের দ্বিতীয় দফার 30 আসনে লোকসভার নিরিখে এগিয়ে তৃণমূল
বঙ্গ ভোটের দ্বিতীয় দফার 30 আসনে লোকসভার নিরিখে এগিয়ে তৃণমূল

By

Published : Mar 31, 2021, 7:22 PM IST

Updated : Mar 31, 2021, 9:42 PM IST

কলকাতা, 31 মার্চ : আট দফার বঙ্গ ভোটের প্রথম দফা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ৷ গত শনিবার পশ্চিমবঙ্গের 30 টি আসনের ভোটাররা ইভিএম বন্দি করেছেন তাঁদের রায় ৷ এবার পালা দ্বিতীয় দফার ৷

বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচনেও 30 টি আসনে ভোটগ্রহণ করা হবে ৷ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের যে ক’টি আসনে ভোট হয়নি প্রথম দফায়, সেগুলিতে ভোট হবে ৷ অন্যদিকে দক্ষিণ 24 পরগনারও বেশ কয়েকটি আসনে ভোটগ্রহণ হবে আগামিকাল, বৃহস্পতিবার ৷

তবে দ্বিতীয় দফায় সব নজর রয়েছে একটিই আসনের দিকে ৷ আর তা হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ৷ ওই আসনে সম্মুখসমরে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু অধিকারী ৷ যিনি মমতা ও তাঁর ভাইপো অভিষেকের বিরুদ্ধে বিদ্রোহ করে কয়েক মাস আগেই তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছেন ৷

আর বাকি আসনগুলিতেও বেশ কয়েকজন তারকা ও হেভিওয়েট প্রার্থী রয়েছেন ৷ তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, অশোক দিন্দা (ময়না-বিজেপি), সৌমেন মহাপাত্র (তমলুক-তৃণমূল), অভিনেতা সোহম (চণ্ডীপুর-তৃণমূল), মানস ভুঁইয়া (সবং-তৃণমূল), ভারতী ঘোষ (বিজেপি) ও হুমায়ুন কবীর (তৃণমূল) - দু’জনে ডেবরা আসনে লড়ছেন, অভিনেত্রী সায়ন্তিকা (বাঁকুড়া-তৃণমূল) এবং অভিনেতা হিরণ (খড়গপুর সদর-বিজেপি) ৷

দ্বিতীয় দফার ভোটের পরিসংখ্যান

এবার যদি পরিসংখ্যানের হিসেব দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে 2016 সালের বিধানসভা ভোটে এই 30 টি মধ্যে 21 টি আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস ৷ বামেদের দখলে ছিল 5 টি আসন ৷ বিজেপি জিতেছিল 1 টি আসনে এবং কংগ্রেস পেয়েছিল 3টি আসন ৷ কিন্তু 2019 সালে লোকসভা ভোটে গেরুয়া ঝড়ে বদলে যায় পরিস্থিতি ৷ তৃণমূলের আসনে সেভাবে ভাগ বসাতে না পারলেও বাম-কংগ্রেসকে একেবারে শূন্যে নামিয়ে দিয়েছিল বিজেপি ৷ লোকসভার ফলের নিরিখে এই 30 টি আসনের মধ্যে 19 টিতে তৃণমূল এগিয়েছিল ৷ আর বিজেপি এগিয়ে ছিল 11 টি আসনে ৷

দ্বিতীয় দফার ভোটের পরিসংখ্যান

2016 সালের নির্বাচনে এই 30 টি আসন থেকে তৃণমূল 48.21 শতাংশ, বামেরা 30.97 শতাংশ, বিজেপি 9.62 শতাংশ ও কংগ্রেস 11.36 শতাংশ ভোট পেয়েছিল ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের সময় এই অঙ্কটা অনেকটাই বদলে যায় ৷ ওই নির্বাচনের নিরিখে এই 30 টি আসনে তৃণমূল 44.48 শতাংশ, বামেরা 6.50 শতাংশ, বিজেপি 42.53 শতাংশ এবং কংগ্রেস 1.22 শতাংশ ভোট পেয়েছিল ৷

দ্বিতীয় দফার ভোটের পরিসংখ্যান

আরও পড়ুন :কমিশনের নির্দেশে রিটার্নিং অফিসার, পুলিশ কর্তা সহ একাধিক বদল

তবে যে আসনের দিকে সকলে তাকিয়ে, সেই নন্দীগ্রামে 2016 সালে জিতেছিল তৃণমূল ৷ নন্দীগ্রাম থেকে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেই শুভেন্দু এবার বিজেপির প্রার্থী ৷ আর নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী স্বয়ং পার্টি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই আসনে 2019 সালের লোকসভা ভোটের নিরিখেও এগিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷

Last Updated : Mar 31, 2021, 9:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details