পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট 13 মে - ভোট 13 মে

করোনা আক্রান্ত হয়ে প্রার্থীদের মৃত্যুর জেরে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট স্থগিত করেছিল কমিশন ৷

poll-at-shamshergunj-and-jangupur-on-may-13
poll-at-shamshergunj-and-jangupur-on-may-13

By

Published : Apr 19, 2021, 11:39 AM IST

কলকাতা, 19 এপ্রিল : সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট হবে 13 মে ৷ জানিয়ে দিল নির্বাচন কমিশন ৷ এই দুই কেন্দ্রে করোনা আক্রান্ত হয়ে প্রার্থীদের মৃত্যুর কারণে নির্ধারিত দিনের ভোট স্থগিত হয়েছিল ৷

16 এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মৃত্য়ু হয় জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর ৷ জঙ্গিপুরে ভোট হওয়ার কথা ছিল সপ্তম দফায় আগামী 26 এপ্রিল ৷ কিন্তু আরএসপি প্রার্থীর মৃত্যুর জেরে ওই বিধানসভায় নির্ধারিত দিনের ভোট স্থগিত করে কমিশন ৷ অন্যদিকে, এর আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজ়াউল হকের ৷ ওই কেন্দ্রেও নির্ধারিত দিনের ভোট স্থগিত করে কমিশন ৷

আরও পড়ুন: নির্বাচন কমিশন কি বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে ?

সোমাবার কমিশনের তরফে জানানো হয়েছে, স্থগিত হওয়া দুই কেন্দ্র সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট হবে আগামী 13 মে ৷

ABOUT THE AUTHOR

...view details