কলকাতা, 30 মার্চ : আগামী বৃহস্পতিবার, 1 এপ্রিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন ৷ তার আগে মঙ্গলবার ছিল প্রচারের শেষ দিন ৷ আর সেই দিনই তাৎপর্যপূর্ণ ভাবে কয়লাকাণ্ডে হাজিরা দিতে সিবিআই-এর দফতরে হাজির হলেন অনুপ মাঝি ওরফে লালা ৷
বঙ্গ-ভোটের দ্বিতীয় দফাতেই হচ্ছে এবারের সবচেয়ে হাইপ্রোফাইল লড়াই ৷ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সম্মুখসমরে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী ৷ তাই লালার হাজিরার দিনক্ষণ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে ৷
স্বাভাবিক তাই এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এর পিছনে অন্য কোনও রাজনৈতিক যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করছেন কেউ কেউ ৷
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শুভঙ্কর সরকার লালার হাজিরার দিনক্ষণ নিয়েই প্রশ্ন তুললেন ৷ তাঁর অভিযোগ, এই ঘটনায় স্পষ্ট হচ্ছে বিজেপি ও তৃণমূলের গোপন আঁতাত ৷ এটা বিজেপি ও তৃণমূলের সাজানো চিত্রনাট্য ৷ এর থেকে দুই রাজনৈতিক দলই লাভের ফসল তুলতে চাইছে ৷
কয়লাকাণ্ডের তদন্ত দীর্ঘদিন চলছে ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত লালার নামও অনেক দিন ধরে শোনা যাচ্ছে ৷ কিন্তু এতদিন ধরে তদন্ত করার পরও সিবিআই ও ইডি লালার নাগাল পায়নি ৷ কেন তারা লালার নাগাল এতদিনে পেল না, সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার ৷