কলকাতা, 27 মার্চ:শুরু হয়ে গিয়েছে রাজ্যের ভোট উত্সব ৷ মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ অপরদিকে, তাঁর দলের নির্ভরযোগ্য সেনানি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন এই দিনেই ফের আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে, "তৃণমূলই জিতবে বাংলায় ৷"
প্রথম দফার ভোট শুরু হয়েছে আজ সকাল 7টা থেকে ৷ আর সক্কাল সক্কালই টুইট করে বাংলার মানুষকে এই উত্সবে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি লিখেছেন, "বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।"