পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান মমতার - মমতা বন্দ্যোপাধ্য়ায়

মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ অপরদিকে, তৃণমূলের সাংসদ ডেরেক ও'ব্রায়েন ফের আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, বাংলায় তৃণমূলই জিতছে ৷

bengal election 2021: Mamata Banerjee and Derek O'Brien urges people to vote in large numbers
মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান মমতার

By

Published : Mar 27, 2021, 10:00 AM IST

Updated : Mar 27, 2021, 10:48 AM IST

কলকাতা, 27 মার্চ:শুরু হয়ে গিয়েছে রাজ্যের ভোট উত্সব ৷ মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ অপরদিকে, তাঁর দলের নির্ভরযোগ্য সেনানি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন এই দিনেই ফের আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে, "তৃণমূলই জিতবে বাংলায় ৷"

প্রথম দফার ভোট শুরু হয়েছে আজ সকাল 7টা থেকে ৷ আর সক্কাল সক্কালই টুইট করে বাংলার মানুষকে এই উত্সবে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি লিখেছেন, "বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।"

অপরদিকে, তৃণমূল সাংসদ টুইটে লেখেন, "2 মে: বাংলায় জিতবে তৃণমূল ৷ 1. নন্দীগ্রামে বাংলার বিশ্বাসঘাতকদের হারাবে বাংলার কন্যা ৷ 2. প্রত্যেক প্রতিষ্ঠানকে ধ্বংস করার প্রচেষ্টা চালিয়ে যাবেন পর্যটক গ্যাং-এর সদস্য মো-শা ৷ 3. পশ্চিমবঙ্গের মহিলারা যে ভাবে চাইবেন, শাড়ি পরবেন ৷"

মানুষকে ভোটদানের আহ্বান জানিয়ে টুইট করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও ৷ তিনি লিখেছেন, "আজকে পশ্চিম বঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ। আমি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুরের মানুষকে অনুরোধ করবো যে তারা যেন নির্ভয় তাদের গণতান্ত্রিক অধিকার ব্যক্ত করেন। সকাল সকাল ভোট দিন।"

Last Updated : Mar 27, 2021, 10:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details