কলকাতা, 24 মার্চ : আমাকে কেউ নিশ্চয়ই বাংলার ছেলে বলবে না, বৃদ্ধ বলবে । আর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়িয়ে বলছেন বাংলার মেয়ে ৷ তিনি তো বাংলার মেয়ে হতে পারেন না ৷ বাংলার মেয়ে সিপিআইএমের নন্দীগ্রামের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ তৃণমূলের ‘‘বাংলা নিজের মেয়েকে চায়’’ স্লোগানের কটাক্ষ করতে গিয়ে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিমান বসু ৷ মুখে না বললেও কার্যত এভাবেই তৃণমূল নেত্রীকে বৃদ্ধা বলে কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷ পাশাপাশি তিনি এও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের মেয়ে নন ৷ তাঁর জন্ম কলকাতায় ৷ নন্দীগ্রামে ভোট পেতে নিজেকে কলকাতার মেয়ে না বলে বীরভূমের মেয়ে বলছেন ৷
ভোটের আবহে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘‘বাংলা তাঁর নিজের মেয়েকে চায়’’ স্লোগানকে নিশানা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ সরাসরি না হলেও, নিজের উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রীকে বৃদ্ধা বলে কটাক্ষ করলেন তিনি ৷ বলেন, ‘‘বাংলা তাঁর নিজের মেয়েকে চায় ৷ কিন্তু, উনি তো মেয়ে নন ৷ বাংলার মেয়ে নন্দীগ্রামে ওনার প্রতিপক্ষ সিপিআইএমের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷’’ তিনি এও বলেন, বিমান বসুকে কেউ বাংলার ছেলে বলবে না ৷ বলবে বৃদ্ধ ৷