কলকাতা, 20 মার্চ : কলকাতা পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিচ্ছেন ফিরহাদ হাকিম ৷ তবে, ইস্তফা দিলেও ভাঙছে না কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর বোর্ড। এমনকি ওয়ার্ড কো-অর্ডিনেটর ও বোরো কো-অর্ডিনেটরদের পদ বহাল থাকবে পৌর নির্বাচন না হওয়া পর্যন্ত । এমনই জানিয়েছেন কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য এবং আইন বিভাগের ভারপ্রাপ্ত প্রশাসক বৈশ্বানর চট্টোপাধ্যায়।
বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় ‘অফিস অন প্রফিটে’র আওতায় চলে আসছিলেন ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার এবং অতীন ঘোষ ৷ সেই সমস্যা এড়াতে মনোনয়নের আগেই কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক থেকে ইস্তফা দেবেন ফিরহাদ হাকিম সহ বাকিরা। এই মাসের শেষের দিকেই ফিরহাদ হাকিম, অতীন ঘোষ এবং দেবাশীস কুমার প্রশাসক মণ্ডলীর পদ থেকে ইস্তফা দেবেন। অবশ্য ইতিমধ্যেই যাদবপুরে তৃণমূল প্রার্থী প্রশাসক মণ্ডলীর সদস্য দেবব্রত মজুমদার পৌর প্রশাসকের পদ থেকে ইস্তফা দিয়েছেন।
পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, শুধু কলকাতা পৌরনিগমের নয় ৷ রাজ্যের যে ক'টি পৌরনিগম ও পৌরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাঁরাও ইস্তফা দেবেন ৷ তবে, সেখানকার বোর্ড ভাঙবে না। সেই পৌরনিগম ও পৌরসভার কো-অডিনেটরদের দায়িত্ব পরবর্তী পুরভোট না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। কলকাতা পৌরনিগমের ক্ষেত্রে প্রশাসকের পদ থেকে ফিরহাদ হাকিম ইস্তফা দেওয়ার পর একজন আইএএস অফিসার এই দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন : ভবানীপুরে জলের নমুনায় মেলেনি বিষক্রিয়া, জানালেন ফিরহাদ
রাজ্য সরকার পৃথক বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি পৌরসভা ও পৌরনিগমের প্রশাসক মণ্ডলী ও কো-অডিনেটরদের নিয়োগ করা হয়েছিল । যেহেতু সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রশাসক মণ্ডলী থেকে ইস্তফা দিচ্ছে না ৷ তাই রাজ্য সরকার নির্মিত পৌরবোর্ডগুলি ভাঙার কোন প্রশ্ন নেই । কলকাতা পৌরনিগমের মোট 13 জন সদস্যকে নিয়ে প্রশাসক মণ্ডলীর বোর্ড গঠন করা হয়েছে। ফিরহাদ সহ মোট 4 জন কলকাতা পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের 4 সদস্য ইস্তফা দিচ্ছেন ৷ এর পর বাকি ন’জন সদস্যকে নিয়েই কলকাতা পৌরনিগমের প্রশাসনিক বোর্ড কাজ করবে ৷