পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোভিড আবহে কি একদিনেই বাকি ভোট ? আজ সর্বদলীয় বৈঠকে কমিশন

দেশের পাশাপাশি রাজ্যেও করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিবর্তীত পরিস্থিতিতে বাকি ভোটপ্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য আজ সর্বদলীয় বৈঠকে বসছে নির্বাচন কমিশন ৷

bengal election 2021: EC to hold all-party meeting today in Kolkata over Covid surge
কোভিড আবহে কি এক দিনেই বাকি ভোট ? আজ সর্বদলীয় বৈঠকে কমিশন

By

Published : Apr 16, 2021, 10:20 AM IST

কলকাতা, 16 এপ্রিল:করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে জেরবার দেশ ৷ ইতিমধ্যেই দৈনিক সংক্রমণ দু লাখ ছাড়িয়ে গিয়েছে ৷ পরিস্থিতি ঘোরালো আমাদের রাজ্যেরও ৷ নতুন রেকর্ড করে গত 24 ঘণ্টার সংক্রমণ প্রায় সাত হাজার ছুঁইছুঁই ৷ এই অবস্থায় রাজ্যজুড়ে নানা উদ্যোগ নেওয়া শুরু হয়েছে ৷ এ দিকে, এখনও চার দফার ভোট বাকি থাকায় চিন্তা থাকছে তা নিয়েও ৷ কোভিডের এই বাড়-বাড়ন্তের মধ্যে কীভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পাদন করা যায়, তা নিয়ে আলোচনার জন্য আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন ৷

গত 24 ঘণ্টায় এ রাজ্যে কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন 6 হাজার 769 জন । একদিনে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 22 জনের । গতকাল আক্রান্ত হয়েছিলেন 5892 জন ৷ মৃত্যু হয় 24 জনের ৷ এই পরিস্থিতিতে আজ বেদী ভবনে ডাকা হয়েছে বৈঠক ৷ কোভিডের সংক্রমণ রুখতে কমিশনের নেওয়া পদক্ষেপে যে তাদের আপত্তি নেই, তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছে প্রায় সব রাজনৈতিক দলই ৷ কোভিডের সংক্রমণ রুখতে তৃণমূল ভোটের দফা কমানোর প্রস্তাব দিতে পারে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইঙ্গিতই দিয়ে টুইটে লিখেছেন, "অতিমারীর মধ্যে পশ্চিমবঙ্গে 8 দফার ভোট করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছিল, দৃঢ়ভাবে তাতে আমরা আপত্তি জানিয়েছিলাম ৷ এখন কোভিড 19-এর সংক্রমণ সাংঘাতিক বৃদ্ধি পাওয়ায় আমি বাকি ভোট এক দফাতেই করার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানাব ৷ এর ফলে কোভিড 19-এর কবল থেকে মানুষকে রক্ষা করা সম্ভব হবে ৷"

আরও পড়ুন:দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড, আক্রান্ত প্রায় সাত হাজার

এ দিনের বৈঠকে বামফ্রন্টের তরফে যোগ দেবেন সিপিএম নেতা রবীন দেব ৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, "এখন আর ভোট এগিয়ে পিছিয়ে আনা সম্ভব নয় । কারণ সে ক্ষেত্রে প্রার্থীরা আদালতের দ্বারস্থ হতে পারেন । তাই আমাদের প্রস্তাব থাকবে, যত বেশি সতর্কতা অবলম্বন করে ভোট প্রক্রিয়া পরিচালনা করা যায় সেটা দেখা হোক ।" তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন যে, ভোটের দফা কমানো হলে তাঁদের কোনও আপত্তি নেই ৷ মানুষের জীবন রক্ষায় তাঁরা সব প্রস্তাবে রাজি বলে জানিয়েছেন অধীর ৷ ইতিমধ্যেই প্রচারে বড় জমায়েত করা থেকে বিরত থাকার কথা ঘোষণা করেছে সংযুক্ত মোর্চা ৷

অপরদিকে, বিজেপির পক্ষ থেকেও জানানো হয়েছে, কোভিড পরিস্থিতিতে মানুষের স্বার্থে কমিশন যে সিদ্ধান্ত নেবে, সেটাই তারা মেনে নেবে ৷

ABOUT THE AUTHOR

...view details