কলকাতা, 16 এপ্রিল:করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে জেরবার দেশ ৷ ইতিমধ্যেই দৈনিক সংক্রমণ দু লাখ ছাড়িয়ে গিয়েছে ৷ পরিস্থিতি ঘোরালো আমাদের রাজ্যেরও ৷ নতুন রেকর্ড করে গত 24 ঘণ্টার সংক্রমণ প্রায় সাত হাজার ছুঁইছুঁই ৷ এই অবস্থায় রাজ্যজুড়ে নানা উদ্যোগ নেওয়া শুরু হয়েছে ৷ এ দিকে, এখনও চার দফার ভোট বাকি থাকায় চিন্তা থাকছে তা নিয়েও ৷ কোভিডের এই বাড়-বাড়ন্তের মধ্যে কীভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পাদন করা যায়, তা নিয়ে আলোচনার জন্য আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন ৷
গত 24 ঘণ্টায় এ রাজ্যে কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন 6 হাজার 769 জন । একদিনে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 22 জনের । গতকাল আক্রান্ত হয়েছিলেন 5892 জন ৷ মৃত্যু হয় 24 জনের ৷ এই পরিস্থিতিতে আজ বেদী ভবনে ডাকা হয়েছে বৈঠক ৷ কোভিডের সংক্রমণ রুখতে কমিশনের নেওয়া পদক্ষেপে যে তাদের আপত্তি নেই, তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছে প্রায় সব রাজনৈতিক দলই ৷ কোভিডের সংক্রমণ রুখতে তৃণমূল ভোটের দফা কমানোর প্রস্তাব দিতে পারে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইঙ্গিতই দিয়ে টুইটে লিখেছেন, "অতিমারীর মধ্যে পশ্চিমবঙ্গে 8 দফার ভোট করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছিল, দৃঢ়ভাবে তাতে আমরা আপত্তি জানিয়েছিলাম ৷ এখন কোভিড 19-এর সংক্রমণ সাংঘাতিক বৃদ্ধি পাওয়ায় আমি বাকি ভোট এক দফাতেই করার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানাব ৷ এর ফলে কোভিড 19-এর কবল থেকে মানুষকে রক্ষা করা সম্ভব হবে ৷"