বঙ্গে তৃতীয় দফার ভোটে মোট 205 জন প্রার্থীর মধ্যে কোটিপতি আছেন 33 জন ৷ এডিআর-এর রিপোর্টে এ কথা জানা গিয়েছে ৷ কোটিপতি প্রার্থীদের তালিকায় রয়েছে প্রায় সব দলের প্রতিনিধিত্ব ৷
তৃতীয় দফায় 16% প্রার্থী কোটিপতি, রিপোর্ট এডিআর-এর
By
Published : Mar 29, 2021, 5:30 PM IST
কলকাতা, 29 মার্চ:রাজ্যে তৃতীয় দফার নির্বাচনে 16 শতাংশ প্রার্থী কোটিপতি ৷ আর 2 শতাংশ প্রার্থীর সম্পদ 5 কোটি বা তারও বেশি ৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে এসেছে ৷
রিপোর্টে জানা গিয়েছে, তৃতীয় দফার 205 জন প্রার্থীর মধ্যে 33 জন কোটিপতি ৷ একনজরে দেখে নেব প্রার্থীদের সম্পদ বণ্টনের হিসেব...
সম্পদের মূল্য
প্রার্থী
প্রার্থীদের হার
5 কোটি টাকা বা তার বেশি
8
2%
2 কোটি থেকে 5 কোটি টাকা
15
7%
50 লাখ থেকে 2 কোটি টাকা
42
20%
10 লাখ থেকে 50 লাখ টাকা
71
35%
10 লাখের কম
73
36%
এ বার দেখে নেওয়া যাক দলগতভাবে কোটিপতি প্রার্থীদের হিসেব...
দল
কোটিপতি প্রার্থী
তৃণমূল কংগ্রেস
17 (55%)
বিজেপি
8 (26%)
জাতীয় কংগ্রেস
1 (14%)
ফরওয়ার্ড ব্লক
1 (100%)
সিপিআইএম
1 (8%)
তৃতীয় দফায় প্রার্থীদের মাথাপিছু সম্পদ হল 78.56 লক্ষ টাকা ৷ তৃতীয় দফায় উচ্চ সম্পদশালী প্রথম তিনজন প্রার্থীর মধ্যে শীর্ষে রয়েছেন দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিমের নির্দল প্রার্থী সামসুল হুদা লস্কর ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 43 কোটি টাকার উপরে ৷ বাকি দুজনের একজন বিজেপির ও একজন তৃণমূলের ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত ৷ তাঁর সম্পদের পরিমাণ 6 কোটি টাকার বেশি ৷ তৃতীয় স্থানে আছেন কুলতলির তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশচন্দ্র মণ্ডল ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 6 কোটি টাকার বেশি ৷
আয়করে ঘোষিত উচ্চ আয়সম্পন্ন প্রার্থীদের প্রথম তিনজনের মধ্যে সবার উপরে আছেন বাসন্তীর নির্দল প্রার্থী দেবব্রত মণ্ডল ৷ দ্বিতীয় স্থানে আছেন স্বপন দাশগুপ্ত ও তৃতীয় স্থানে আছেন এলজেপি প্রার্থী বাবুল সাঁফুই ৷
কম সম্পদের অধিকারী 3 জন প্রার্থীর তালিকায় রয়েছেন উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী চিরন বেরা, জগতবল্লভপুরের নির্দল প্রার্থী পঞ্চানন মহন্ত ও ডায়মন্ড হারবারের নির্দল প্রার্থী সফিউল্লা খান ৷