কলকাতা, 23 সেপ্টেম্বর : চোটের জন্য চলতি বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারছেন না। চোটের জায়গায় অস্ত্রোপচার প্রয়োজনের কথা চিকিৎসকরা তাঁকে বলেছেন। এবং সেইমতো অস্ত্রোপচার করিয়ে, তিনি ফিট হয়ে মাঠে ফেরার কথা জানিয়েছিলেন । কিন্তু মাঝের সময়ে নিজের সিদ্ধান্তে কিছুটা বদল করে রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন বাংলার প্রাক্তন অধিনায়ক এবং সফলতম ব্যাটসম্যান মনোজ তিওয়ারি । আগামীকাল বুধবার সাহাগঞ্জে দলীয় সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল শিবিরে যোগ দিতে পারেন তিনি।
সাম্প্রতিককালে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ঘনঘন বৈঠক করছিলেন মনোজ তিওয়ারি । চলতি মাসের 14 ফেব্রুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনের যুব আবাসে অরূপ বিশ্বাস রাজ্যের শাসকদলের ঘনিষ্ঠ ক্রীড়াবিদদের নিয়ে পিকনিকের আয়োজন করেছিলেন। সেখানে প্রাক্তন ফুটবলারদের ভিড় ছাড়াও ছিলেন অন্য খেলোয়াড়রা । ছিলেন আইএফএ সচিব, ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা এবং প্রাক্তন সহসচিবও। আর সবার মাঝে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল মনোজ তিওয়ারির । শুধু যোগ দেওয়াই নয়, বাংলা দলের প্রাক্তন অধিনায়ককে নির্বাচনের প্রার্থী হতেও দেখা যেতে পারে । সেক্ষেত্রে লক্ষ্মীরতন শুক্লার নির্বাচনী কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন মনোজ । এখন প্রশ্ন হল, রাজনীতিতে পা দিলে মনোজ তিওয়াড়ি কি ক্রিকেট ব্যাট তুলে রাখবেন ? এই ব্যাপারে প্রতিক্রিয়া জানতে মনোজ তিওয়ারিকে ফোন করা হলে তিনি জবাব দেননি।