পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লক্ষ্য লোকসভা, ফের বিস্তারক নিয়োগের পথে বঙ্গ বিজেপি

2019-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিস্তারকদের বুথের সংগঠনের দায়িত্ব দেওয়া হয় । তাতে ফলও পাওয়া গিয়েছিল ৷ 18 জন জিতেছিলেন বাংলা থেকে ৷ কিন্তু বিধানসভা ভোটের আগে সেই ব্যবস্থা অনেকটাই ঢিলেঢালা হয়ে যায় ৷ যার জেরে ভোটে ভরাডুবি হয় ৷

bengal-bjp-will-restart-their-vistarak-program-before-2024-lokshabha-election
লোকসভায় ভালো ফলের আশায় ফের বিস্তারকদের সক্রিয় করছে বঙ্গ বিজেপি

By

Published : Jul 12, 2021, 10:47 PM IST

কলকাতা, 12 জুলাই : লোকসভা নির্বাচনে বঙ্গে যে ভাল ফল করেছিল ভারতীয় জনতা পার্টি (BJP), সেই প্রক্রিয়ায় দলের বিস্তারকদের একটা বড় ভূমিকা ছিল বলে মনে করা হয় ৷ কিন্তু বিধানসভা ভোটের আগে সেই ব্যবস্থা অনেকটাই ঢিলেঢালা হয়ে গিয়েছিল বলে অভিযোগ ৷ তার ফল যে ভোটে পড়েছে, তা এখন প্রমাণিত সত্য ৷

তাই আবার বিস্তারকদের সক্রিয় করার কাজ শুরু হতে চলেছে বঙ্গ-বিজেপিতে৷ তিন বছর পর লোকসভা নির্বাচন (Lokshabha Election) ৷ সেই ভোটে গতবারের সাফল্য ধরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে যে নতুন করে বিস্তারকদের (Vistarak) নিয়োগ করা হবে ৷ মাসিক ভাতা হবে 6 হাজার টাকা । রাজ্যের 78 হাজার বুথেই পরির্দশন করবেন এই বিস্তারকরা । দলের খুঁটিনাটি তথ্য তুলে ধরবেন নেতৃত্বের কাছে ৷

আরও পড়ুন :জাতীয়স্তরে সংগঠন বাড়াতে ভিনরাজ্যের জনপ্রিয় নেতাদের দলে টানার কৌশল তৃণমূলের

বিজেপির রাজ্য সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘নতুন ভাবেই বেশ কিছু বিস্তারক নিয়োগ হবে । জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশজীর নির্দেশে এই কাজ আবার আমরা পুনরায় শুরু করছি । বিজেপির সংগঠন বৃদ্ধিতে তাঁরা কাজ করবেন ।"

বিজেপি সূত্রে খবর, বাংলায় 2021-এর ভরাডুবির পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হারের কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে । সেখানে বুথস্তরে দুর্বল সংগঠনের জন্য এই পরাজয় হয়েছে বলে রিপোর্টে উঠে আসে । তাই এবার বুথস্তরে সংগঠনকে মজবুত করতেই এই পরিকল্পনা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ।

আরও পড়ুন :তৃণমূলের সঙ্গে ভবিষ্যতে জোটের সম্ভাবনা নস্যাৎ সূর্যকান্তের

জানা গিয়েছে যে পশ্চিমবঙ্গে বিজেপির 39 টি সাংগঠনিক জেলাতেই বিস্তারক নিয়োগ করা হবে । সেই বিস্তারকরা প্রথমে জেলা সভাপতির সঙ্গে যোগাযোগ করে, সেই জেলার বুথের বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন । তার পর বুথ ধরে ধরে গোপনে সংগঠনের কাজ করবেন । বুথের বিজেপির কর্মীদের সঙ্গে বৈঠক করবেন । তাঁদের সমস্যার বিষয়গুলি লিপিবদ্ধ করে । রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট পাঠাবেন তাঁরা । বুথের সমস্ত ডেটা সংগ্রহ করবেন । এই বিস্তারকদের জন্য বিজেপির হেস্টিংস অফিসে একটি কন্টোল রুমও তৈরি হচ্ছে ।

বিজেপি সূত্রে খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা থেকে 18 টি আসন ধরে রাখতে বদ্ধপরিকর । তার জন্য তাঁরা এখন থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছেন । দিল্লি দখলের জন্য ইতিমধ্যেই সবস্তরের বিজেপি কর্মীদের জন্য একটি প্রশিক্ষণ শিবির চালু হয়েছে ।

আরও পড়ুন :RSS : বিধানসভায় বিজেপি-র পরাজয়ের জের, বাংলায় সংগঠনের নেতৃত্বে বাঙালি মুখ আনল আরএসএস

2019-এর লোকসভা নির্বাচনের আগে বিস্তারকদের বুথের সংগঠনের দায়িত্ব দেওয়া হয় । বিধানসভা নির্বাচনে ভালো ফলাফলও করে বিজেপি। তাই আবার সেই পথেই হাঁটতে চলেছে বঙ্গ বিজেপি ।

তবে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল 213 টি আসন একাই দখল করেছে । বুথস্তরে তৃণমূলের সংগঠনও খুব মজবুত৷ তাই বিজেপির বিস্তারকদের বুথে কাজ করা খুবই কঠিন বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন :বিধানসভার 8টি কমিটির চেয়ারম্যান পদ থেকে আগামিকাল ইস্তফা বিজেপি বিধায়কদের

ABOUT THE AUTHOR

...view details