কলকাতা, 12 জুলাই : লোকসভা নির্বাচনে বঙ্গে যে ভাল ফল করেছিল ভারতীয় জনতা পার্টি (BJP), সেই প্রক্রিয়ায় দলের বিস্তারকদের একটা বড় ভূমিকা ছিল বলে মনে করা হয় ৷ কিন্তু বিধানসভা ভোটের আগে সেই ব্যবস্থা অনেকটাই ঢিলেঢালা হয়ে গিয়েছিল বলে অভিযোগ ৷ তার ফল যে ভোটে পড়েছে, তা এখন প্রমাণিত সত্য ৷
তাই আবার বিস্তারকদের সক্রিয় করার কাজ শুরু হতে চলেছে বঙ্গ-বিজেপিতে৷ তিন বছর পর লোকসভা নির্বাচন (Lokshabha Election) ৷ সেই ভোটে গতবারের সাফল্য ধরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে যে নতুন করে বিস্তারকদের (Vistarak) নিয়োগ করা হবে ৷ মাসিক ভাতা হবে 6 হাজার টাকা । রাজ্যের 78 হাজার বুথেই পরির্দশন করবেন এই বিস্তারকরা । দলের খুঁটিনাটি তথ্য তুলে ধরবেন নেতৃত্বের কাছে ৷
আরও পড়ুন :জাতীয়স্তরে সংগঠন বাড়াতে ভিনরাজ্যের জনপ্রিয় নেতাদের দলে টানার কৌশল তৃণমূলের
বিজেপির রাজ্য সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘নতুন ভাবেই বেশ কিছু বিস্তারক নিয়োগ হবে । জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশজীর নির্দেশে এই কাজ আবার আমরা পুনরায় শুরু করছি । বিজেপির সংগঠন বৃদ্ধিতে তাঁরা কাজ করবেন ।"
বিজেপি সূত্রে খবর, বাংলায় 2021-এর ভরাডুবির পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হারের কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে । সেখানে বুথস্তরে দুর্বল সংগঠনের জন্য এই পরাজয় হয়েছে বলে রিপোর্টে উঠে আসে । তাই এবার বুথস্তরে সংগঠনকে মজবুত করতেই এই পরিকল্পনা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ।
আরও পড়ুন :তৃণমূলের সঙ্গে ভবিষ্যতে জোটের সম্ভাবনা নস্যাৎ সূর্যকান্তের