কলকাতা, 3 মে : একাধিক ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরে 'চার্জশিট' দিল বঙ্গ বিজেপি ৷ রাজ্য প্রশাসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির ৷ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, "বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা প্রমাণ করছে যে মুখ্যমন্ত্রীর হাত থেকে শাসন ব্যবস্থার রাশ ধীরে ধীরে চলে যাচ্ছে, তাঁর কথা আর কেউ শুনছে না ৷ তাই নতুন মুখ্যমন্ত্রী খোঁজা হচ্ছে ৷" তৃণমূলে বর্তমানে নেতৃত্বের লড়াই চলছে, কে হবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে দ্বন্দ্ব চলছে বলেও এদিন কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar Criticises Mamata Banerjee) ৷
বিভিন্ন বিষয় তুলে ধরে এদিন রাজ্য সরকারের সমালোচনা করেন সুকান্ত ৷ কটাক্ষ করেন রাজ্যে কর্মসংস্থানের অভাব ও শিল্প বিনিয়োগ নিয়েও ৷ বলেন, "আমরা ভেবেছিলাম, গত এক বছরে শিল্প হবে । যখন সরকারি চাকরি একদিকে হচ্ছে না, তখন রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের কোনও শিল্পের মাধ্যমে হয়ত কর্মসংস্থান হবে । কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখলাম চপ ও কাশফুল শিল্প বাদে আর কোনও শিল্প নেই । মমতা বন্দ্যোপাধ্যায় গত পাঁচটি বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে 12 লাখ কোটি টাকার বিনিয়োগের গল্প শোনালেন । কিন্তু রাজ্যের জিডিপিতে দেখা যাচ্ছে, বাংলায় এই বিনিয়োগের 50 শতাংশ এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি । ইএসআইয়ের রেকর্ডও তাই বলছে । কারণ, যদি কর্মসংস্থান হত, তাহলে ইএসআই নথিভুক্ত ব্যক্তিদের সংখ্যা বাড়ত, কিন্তু তা হয়নি । পশ্চিমবঙ্গে বিগত 5-7 বছর ধরে উল্লেখযোগ্যভাবে বিদ্যুতের চাহিদাও বাড়েনি ৷"