কলকাতা, 9 অক্টোবর:পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে বড় রদবদল হতে পারে বঙ্গ বিজেপিতে । আর সেই উদ্দেশে ডিসেম্বর মাসে সাংগঠনিক নির্বাচন করতে পারে পদ্ম শিবির (The saffron camp may have organizational polls in December) । সেথানেই বড় কোনও চমক থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ ।
বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম কয়েকমাস বঙ্গ রাজনীতিতে নিজেদের মেলে ধরার কাজ করতে পারেনি বিজেপি । এরই মধ্যে দিলীপ ঘোষের জায়গায় সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হয়েছেন । কয়েকটি সাংগঠনিক জেলাতেও নেতৃত্বে বদল এসেছে । তাছাড়া গত কয়েকমাসে নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় তৃণমূলের অস্বস্তি বেড়েছে । দলের একসময়ের মহাসচিব গ্রেফতার হয়েছেন । তাছাড়া শিক্ষা-প্রশাসনেক একাধিক শীর্ষ আধিকারিকও গ্রেফতার হয়েছেন । প্রায় নিয়মিত কেন্দ্রীয় তদন্ত সংস্থায় হাজিরা দিতে হচ্ছে কয়েকজনকে । এসবের মধ্যে 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) বঙ্গ রাজনীতিকে চর্চার নতুন রসদ দিয়েছে । তৃণমূলের দাবি বিজেপি বিশৃঙ্খলা করেছে । তবে গেরুয়া শিবিরের দিল্লির নেতারা নাকি সেদিন দলের কাজকর্মে সন্তোষ প্রকাশ করেছেন । সামনের বছর পঞ্চায়েত আর তারপর 2024 সালের মহারণের আগের সময়টায় নিজেদের সংগঠন গুছিয়ে নিতেই সাংগঠনিক নির্বাচন নিয়ে চর্চা শুরু হয়েছে ।