কলকাতা, 10 ফেব্রুয়ারি:বাংলায়দলবদল ও গোষ্ঠী কোন্দলে জেরবার বিজেপির সংগঠন । এবার গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের দলীয় তহবিল (Fundraising program of Bengal BJP) তৈরির জন্য অর্থ সংগ্রহ কর্মসূচিতেও পিছিয়ে পড়ল বঙ্গ বিজেপি (Bengal BJP news)। অর্থ সংগ্রহের বিচারে নমো অ্যাপ-এর পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে । তালিকায় প্রথম 10টি রাজ্যের নাম প্রকাশ করা হয় । সেই তালিকায় নবম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ । যদিও এই পারফরম্যান্সে খুশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷
নমো অ্যাপে প্রকাশিত তালিকায় প্রথম স্থানে রয়েছে গুজরাট ৷ দ্বিতীয় স্থানে তামিলনাড়ু, আর তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র । বিজেপির পক্ষ থেকে নমো অ্যাপের মাধ্যমে এই অর্থ সংগ্রহের কর্মসূচি শুরু হয় ।
বিজেপি সূত্রে খবর, প্রতি বছর 25 ডিসেম্বর থেকে 11 ফেব্রুয়ারি অর্থ সংগ্রহের কর্মসূচি নেওয়া হয় । এই সময়টা বিজেপির কাছে খুবই স্মরণীয় অধ্যায় হিসেবে পরিচিত । 25 ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন আর 11 ফেব্রুয়ারি দিনদয়াল উপাধ্যায়ের মৃত্যুদিন । এই বিশেষ সময়কালেই এই কর্মসূচি চলে । সর্বোচ্চ চাঁদা 1 হাজার টাকা আর সর্বনিম্ন চাঁদা 5 টাকা । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 1 হাজার টাকা করে দলীয় তহবিলে জমা করে এই কর্মসূচির সূচনা করেন ।