কলকাতা, 31 মার্চ : রাজধানী নয়াদিল্লিতে গিয়েছিলেন চিকিৎসা করাতে ৷ সেই সুযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করছেন মনোজ টিগ্গা (Bengal BJP Chief Whip Manoj Tigga to Meet Amit Shah) ৷ পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির মুখ্যসচেতক আজ, বৃহস্পতিবার দুপুর 2টোয় দেখা করবেন ৷ বিজেপির একটি সূত্র থেকে এমনই জানা গিয়েছে ৷
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কেন তিনি দেখা করছেন অমিত শাহের সঙ্গে ৷ বিজেপির একটি সূত্রের দাবি, পশ্চিমবঙ্গ বিধানসভায় তাঁর উপর এবং অন্য বিধায়কদের উপর তৃণমূলের আক্রমণের ঘটনা নিয়ে নালিশ জানাতেই এই সাক্ষাৎ ।