কলকাতা, 17 জুলাই : দুর্ঘটনার কবলে পড়ে বিভিন্ন সময় তাঁরা ঢুকে পড়েছিলেন বাংলাদেশের জলসীমায় । আইন অনুযায়ী তাদের হেপাজতে নেয় বাংলাদেশ । সেই সকল নিখোঁজ মৎস্যজীবীদের এবার দেশে ফেরানো হচ্ছে । ইতিমধ্যেই বাংলাদেশ থেকে রওনা দিয়েছে 32টি ভারতীয় ফিশিং বোট । দেশে ফিরছেন 516 জন মৎস্যজীবী ।
গতকাল ভারত ও বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর আঞ্চলিক স্তরের তৃতীয় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় কলকাতায় । সূত্রের খবর, উপকূল রক্ষার নানা বিষয়ে দুই দেশের বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশেই আলোচনা হয়েছে । বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ক্যাপ্টেন মহম্মদ মইনউদ্দিন এবং ভারতের প্রতিনিধিত্ব করেন ইন্সপেক্টর জেনেরাল রঞ্জন বারগোত্রা । আলোচনার অন্যতম বিষয় ছিল মৎস্যজীবীদের সুরক্ষায় দু'দেশের সমন্বয় । পাশাপাশি মৎস্যজীবীদের ফেরানো নিয়েও কথা হয় দু'দেশের মধ্যে । বৈঠক শেষ হওয়ার পর গতকাল বিকেলেই 516 জন ভারতীয় মৎস্যজীবীকে নিয়ে রওনা দেয় 32টি ফিশিং বোট । এই বোটগুলিকে এস্কর্ট করে নিয়ে আসছে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর দুটি জাহাজ ।