পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

516 জন ভারতীয় মৎস্যজীবীকে ফেরাচ্ছে বাংলাদেশ - coast guard

বাংলাদেশ থেকে দেশে ফিরছেন 516 জন মৎস্যজীবী । তাঁদের নিয়ে নিয়ে রওনা দিয়েছে 32টি ফিশিং বোট ৷

32টি ফিশিং বোটকে এস্কর্ট করে নিয়ে আসছে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ৷

By

Published : Jul 17, 2019, 3:42 AM IST

Updated : Jul 17, 2019, 4:46 AM IST

কলকাতা, 17 জুলাই : দুর্ঘটনার কবলে পড়ে বিভিন্ন সময় তাঁরা ঢুকে পড়েছিলেন বাংলাদেশের জলসীমায় । আইন অনুযায়ী তাদের হেপাজতে নেয় বাংলাদেশ । সেই সকল নিখোঁজ মৎস্যজীবীদের এবার দেশে ফেরানো হচ্ছে । ইতিমধ্যেই বাংলাদেশ থেকে রওনা দিয়েছে 32টি ভারতীয় ফিশিং বোট । দেশে ফিরছেন 516 জন মৎস্যজীবী ।

গতকাল ভারত ও বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর আঞ্চলিক স্তরের তৃতীয় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় কলকাতায় । সূত্রের খবর, উপকূল রক্ষার নানা বিষয়ে দুই দেশের বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশেই আলোচনা হয়েছে । বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ক্যাপ্টেন মহম্মদ মইনউদ্দিন এবং ভারতের প্রতিনিধিত্ব করেন ইন্সপেক্টর জেনেরাল রঞ্জন বারগোত্রা । আলোচনার অন্যতম বিষয় ছিল মৎস্যজীবীদের সুরক্ষায় দু'দেশের সমন্বয় । পাশাপাশি মৎস্যজীবীদের ফেরানো নিয়েও কথা হয় দু'দেশের মধ্যে । বৈঠক শেষ হওয়ার পর গতকাল বিকেলেই 516 জন ভারতীয় মৎস্যজীবীকে নিয়ে রওনা দেয় 32টি ফিশিং বোট । এই বোটগুলিকে এস্কর্ট করে নিয়ে আসছে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর দুটি জাহাজ ।

দিন কয়েক আগে উত্তাল সমুদ্রে মাছ ধরতে গিয়ে মাঝ সমুদ্রে উলটে গিয়েছিল ভারতীয় মৎস্যজীবীদের চারটি ট্রলার । ট্রলারগুলিতে 61 জন মৎস্যজীবী ছিলেন । নিখোঁজদের উদ্ধারে সচেষ্ট হয় বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীও । পাঁচ দিন ভেসে থাকার পর উদ্ধার হন মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাস । তাঁকে উদ্ধারেও ভূমিকা নিয়েছিল বাংলাদেশ ।

এদিকে 516 জন মৎস্যজীবীকে ভারতীয় জলসীমা থেকে এস্কর্ট করে আনার জন্য রওনা দিয়েছে কোস্ট গার্ডের বিজয়া ও অনমোল নামে দুটি জাহাজ । তবে এখনও নিখোঁজ রয়েছে 24 জন মৎস্যজীবী । তাঁদের উদ্ধারের বিষয়েও বৈঠকে আলোচনা হয় বলে খবর ।

Last Updated : Jul 17, 2019, 4:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details