কলকাতা, 6 জুন : ঘরে ঘরে বিভেদের চেষ্টা করছে BJP ও RSS । এই বিভেদকামী শক্তিকে একমাত্র মহিলারাই পরাস্ত করতে পারে । BJP-র সন্ত্রাসের বিরুদ্ধে হাজরা মোড়ে প্রতিবাদ সভা থেকে এভাবেই আক্রমণ করলেন তৃণমূলের বঙ্গজননী ব্রিগেডের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার ।
কর্মী 'নগণ্য'; বঙ্গজননীর মঞ্চ থেকে RSS, BJP-কে তোপ কাকলির - tmc members
ভারতীয় জনতা পার্টি বিশেষ করে RSS বাংলার ঘরে ঘরে বিভেদ তৈরির চেষ্টা করছে । এই বিভেদকামী শক্তিকে পরাস্ত করতে পারেন বাংলার মহিলারা । ধরনা মঞ্চ থেকে BJP ও RSS-র বিরুদ্ধে প্রতিবাদ জানাল বঙ্গজননী ব্রিগেড ।
বাংলার সংস্কৃতিকে বিনষ্ট করার চেষ্টা করছে BJP ও RSS । BJP ও RSS-র মোকাবিলার বিরুদ্ধে গত শুক্রবার (31 মে) 30B হরিশ মুখার্জি স্ট্রিটে বঙ্গজননী ব্রিগেড গঠন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । আজ কলকাতার হাজরা মোড়ে বঙ্গজননী ব্রিগেডের প্রথম প্রতিবাদ সভার আয়োজন করা হয় । ব্রিগেডের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার বলেন, "ভারতীয় জনতা পার্টি বিশেষ করে RSS বাংলার ঘরে ঘরে বিভেদ তৈরির চেষ্টা করছে । তারা যৌথভাবে ধর্মে-ধর্মে, মানুষে-মানুষে বিভেদ, ভাষাগত বিভেদ তৈরি করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে । সেই অশান্তি রুখতেই এই বঙ্গজননী ব্রিগেড । বাংলার ঘরে ঘরে যে মহিলারা রয়েছেন, তাঁরাই এই বিভেদকামী শক্তিকে পরাস্ত করতে পারেন ।"
আজকের এই প্রতিবাদ সভায় হাজির ছিলেন বঙ্গজননীর অন্য দুই নেত্রী তথা রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা । এদিনের সভায় বাংলা থেকে BJP ও RSS-কে দূর হটার ডাক দেয় বঙ্গজননী ব্রিগেড । যদিও BJP-র বিরুদ্ধে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় । কিন্তু বঙ্গজননী ব্রিগেডের প্রতিবাদ সভায় কর্মী-সমর্থকদের উপস্থিতির হার ছিল নগণ্য ।