পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

WBSCS-এ একাধিক পদে কর্মী নিয়োগ

স্নাতক উত্তীর্ণদের জন্য একাধিক পদে চাকরির সুযোগ নিয়ে এল ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন । মোট 92টি পদে কর্মী নিয়োগ করা হবে ।

চাকরির খবর
চাকরির খবর

By

Published : Oct 12, 2020, 7:00 AM IST

ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশনে 92টি পদে কর্মী নিয়োগ । অ্যাসিস্ট্যান্ট জেনেরাল ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজ়ার, স্টাফ অফিসার ক্যাডার এবং ক্লারিকাল ক্যাডার পদে কর্মী নিয়োগ করা হবে ।

এই পদে আবেদনের জন্য বিস্তারিত তথ্য

শূন্য আসনসংখ্যা :

  • অ্যাসিস্ট্যান্ট জেনেরাল ম্যানেজার : 1
  • ম্যানেজার : 5
  • ডেপুটি ম্যানেজার : 1
  • অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজ়ার : 5
  • স্টাফ অফিসার ক্যাডার : 20
  • ক্লারিকাল ক্যাডার : 60

শিক্ষাগত যোগ্যতা :এই পদগুলির জন্য নূন্যতম স্নাতক ডিগ্রি থাকতে হবে । এই বিষয়ে WBSCS-র ওয়েবসাইটে (www.webcsc.org) বিজ্ঞপ্তিতে বিশদে আলোচনা করা হয়েছে।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : অনলাইন পরীক্ষা, কমপিউটার টেস্ট ও ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে । পরীক্ষা কেন্দ্রগুলি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দত্রিণ ২৪ পরগনা, শিলিগুড়ি, মালদা, আসানসোল ও মেদিনীপুরে ।

আবেদনের ফি : এই পদের জন্য আবেদন ফি 650 টাকা। SC/ST প্রার্থীদের আবেদন ফি দিতে হবে 250 টাকা । ডেবিট/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং-র মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ।

আবেদনের পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা WBSCS-র ওয়েবসাইটে (www.webcsc.org)-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন । অনলাইনে আবেদন করা যাবে 28 অক্টোবর পর্যন্ত ।

গুরুত্বপূর্ণ তারিখ :

অনলাইন আবেদন শুরু - 29.09.2020

অনলাইন আবেদনের শেষ দিন - 28.10.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ABOUT THE AUTHOR

...view details