কলকাতা, 19 মে : নিজাম প্যালেস থেকে সরাসরি এসএসকেএম-এ অনুব্রত মণ্ডল (Anubrata Mandal Reaches SSKM Hospital After CBI Interrogation) । বৃহস্পতিবার সকাল 10টায় জিজ্ঞাসাবাদের সময় থাকলেও নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে চলে আসেন অনুব্রত । জিজ্ঞাসাবাদ শুরুর আগেই সিবিআইকে তিনি জানিয়েছিলেন, দুপুর 2টোর পর ডাক্তারের অ্যাপোয়েন্টমেন্ট রয়েছে । সেই মতো তাঁকে 2টোর আগেই ছেড়ে দেওয়া হয় নিজাম প্যালেস থেকে ।
নিজাম প্যালেস থেকে বেরিয়ে পিটিএস হয়ে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) দিকে এগিয়ে চলে তাঁর গাড়ি । ঘড়ির কাঁটায় তখন 2টো 10 মিনিট, হাসপাতালে পৌঁছন অনুব্রত । চেক আপের কথা বলা হলেও এসএসকেএম হাসপাতালে এসে অনুব্রত মণ্ডলের (TMC Leader Anubrata Mandal) কনভয় সরাসরি এসএসকেএম-এর জরুরি বিভাগের সামনে এসে দাঁড়ায় ।
তখনই জল্পনা শুরু হয় তাহলে কি জিজ্ঞাসাবাদের সময় অসুস্থতা বোধ করার জন্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে । তবে সিবিআই তদন্ত নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি অনুব্রত মণ্ডল । এদিন জরুরি বিভাগের নামার সময় বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে ৷ জরুরি বিভাগে ঢোকার সময় সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করেন তাঁর শারীরিক অবস্থা নিয়ে ৷ তিনি নিচুস্বরে জবাব দেন, শরীর ভালো নেই তাঁর ।
সেখান বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর জরুরি বিভাগের পেছনে গেট দিয়ে বেরিয়ে তাঁর গাড়ি সরাসরি এসে পৌঁছায় উডবার্ন ওয়ার্ডে । ঘড়ির কাঁটায় 2:17 নাগাদ জরুরি বিভাগ থেকে বের হয়ে ফের উডবার্ন ওয়ার্ডের দিকে যান অনুব্রত মণ্ডল । এই মুহূর্তে উডবার্ন ওয়ার্ডে রয়েছেন তিনি । কিন্তু এখনও পরিষ্কার নয়, তিনি অসুস্থ নাকি রুটিন চেকআপ এর জন্য তাঁকে আনা হয়েছে । সেক্ষেত্রে তাঁকে ভর্তি রাখা হবে কি না, তাও এখনও স্পষ্ট নয় ।
আরও পড়ুন :Jamie on Mahabharat Murders: মহাভারতে অন্য অবতারে জ্যামি, কী বললেন চরিত্র নিয়ে ?