কলকাতা, 5 মে : তৃণমূলের রাজ্য কমিটির বৈঠকে দেখা গেল না বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা তথা জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ৷ সম্প্রতি গরুপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে জেরা করার জন্য ডেকে পাঠিয়ে ছিল সিবিআই। কিন্তু অসুস্থতার কারণে সিবিআই অফিসে উপস্থিত হননি বীরভূমের এই তৃণমূল নেতা ৷ এদিন দলের রাজ্য কমিটির বৈঠক ছিল মেট্রোপলিটনের তৃণমূলের অস্থায়ী অফিসে । দুপুর দেড়টা থেকে বৈঠকে যোগ দিতে একে একে আসতে থাকেন দলের অন্যান্য সদস্যরা । বৈঠকে উপস্থিত ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, সৌগত রায়, জ্যোতিপ্রিয় মল্লিক-সহ তৃণমূলের নেতা নেত্রীরা ।
বৈঠকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু সবার নজর এদিন অনুব্রত মণ্ডলের দিকেই ছিল । সকাল থেকেই জল্পনা ছিল তিনি তৃণমূলের রাজ্য কমিটির বৈঠকে অংশগ্রহণ করবেন কি না, তা নিয়ে ৷ শেষ পর্যন্ত তৃণমূলের রাজ্য কমিটির বৈঠকে অনুপস্থিত থাকলেন অনুব্রত (Anubrata Mandal Absent in TMC meeting) ।