পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ গোটা ঘটনায় রাজ্য়পাল জগদীপ ধনকড়ের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি ৷

amit-shah-orders-probe-into-attack-on-bjp-chiefs-convoy-in-bengal
জে পি নাড্ডার কনভয়ে হামলা, তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

By

Published : Dec 10, 2020, 7:54 PM IST

দিল্লি, 10 অক্টোবর : বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ গোটা ঘটনায় রাজ্য়পাল জগদীপ ধনকড়ের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি ৷ সঙ্গে রাজ্য়ের সামগ্রিক আইন-শৃঙ্খলার পরিস্থিতির কথাও সেই রিপোর্টে দিতে বলা হয়েছে ৷ এনিয়ে রাজ্য় সরকারের কাছে মোট দু’টি রিপোর্ট চেয়ে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ যার মধ্য়ে প্রথম রিপোর্ট গতকাল হেস্টিংসে জে পি নাড্ডাকে কালো পতাকা দেখানো এবং বিক্ষোভ নিয়ে রাজ্য়ের স্বরাষ্ট্র সচিব এবং ডিজ়ির কাছে তলব করেছিল কেন্দ্র ৷

আজ সকালে ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ সভাস্থলে পৌঁছানোর আগে মাঝ রাস্তাতেই বেশ কয়েকবার বিক্ষোভের মুখে পড়ে আটকে যায় নাড্ডার কনভয় ৷ তবে, পরিস্থিতি হাতের বাইরে চলে যায় শিরাকোল মোড়ে নাড্ডার কনভয়ে হামলা চালানো হলে ৷ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কনভয় লক্ষ্য় করে ইটবৃষ্টি শুরু করে ৷ লাঠি নিয়েও গাড়িতে আঘাত করা হয় ৷ তবে, নাড্ডা বা তাঁর গাড়ির কোনও ক্ষতি না হলেও, ব্য়াপকভাবে ভাঙচুর চালানো হয় দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গী, মুকুল রায়দের গাড়িতে ৷

আরও পড়ুন : "অরাজকতা", "অসহিষ্ণুতা" এবং "গুন্ডারাজ", বাংলায় বদলের ডাক নাড্ডার

আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বিজেপি সভাপতির কনভয়ে হামলার ইতিমধ্য়ে নিন্দা করেছেন রাজ্য়পাল জগদীপ ধনকড় ৷ তবে, আজকের পুরো ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে শাসক দল তৃণমূল ৷ রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় একটি কর্মসূচি থেকে অভিযোগ করেন, বিধানসভা নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি খারাপ করতে পরিকল্পতিভাবে এই ঘটনা ঘটানো হয়েছে ৷ বিজেপি তাদের নিজেদের লোক দিয়েই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷

আরও পড়ুন : মা দুর্গার আশীর্বাদেই রক্ষা পেয়েছি : নাড্ডা

ABOUT THE AUTHOR

...view details