কলকাতা, 20 এপ্রিল : ট্যুরিজম সার্কিটে মালয়েশিয়া গুরুত্বপূর্ণ নাম । এই ছোট্ট শহরটির প্রধান ব্যবসায়ই হল পর্যটন । এক্ষেত্রে রাজ্য সরকার চাইছে মালয়েশিয়ার ট্যুরিজম থেকে শিক্ষা নিতে । রাজ্য সরকারের তরফ থেকে এই দিন মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র মালেশিয়ার প্রতিনিধিদের প্রস্তাব দেন যাতে কলকাতা ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন নিয়ে চুক্তি করা যেতে পারে (Amit Mitra gives message of working together with Malaysia on tourism) । দুই শহরকে পর্যটন ক্ষেত্রে একত্রিত করতে এই বার্তা অমিত মিত্রের ৷
অমিত মিত্রের এই প্রস্তাব বেশ পছন্দ হয়েছে মালয়েশিয়ার (Amit Mitra at BGBS 2022) । অমিত মিত্র বলেন, "রাজ্য সরকারের এই প্রস্তাব খুবই সময়োপযোগী । আমরা বিষয়টি নিয়ে পরস্পরের মধ্যে তথ্য আদান-প্রদান করতে পারি ৷ আমরা একসঙ্গে কাজ করতে পারি । অমিত মিত্র আরও বলেন, "এখানেই পর্যটন দফতরের শীর্ষ আধিকারিকের রয়েছে ৷ আমরা আশা করব এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে ।"