কলকাতা, 26 জুন : পরিকল্পনা ছিল গ্রিন করিডরের মাধ্যমে রোগীকে হাসপাতালে পৌছে দেওয়া হবে । কিন্তু, পরিকল্পনার সামান্য ভুলে সেই উদ্যোগ বাধা পেল । মাঝ রাস্তাতে ক্ষণিকের জন্য হলেও আটকে গেল অ্যাম্বুলেন্স।
এতদিন মহানগর সাক্ষী ছিল গ্রিন করিডরের মাধ্যমে অঙ্গ প্রতিস্থাপনের । এবার গ্রিন করিডর তৈরি করে রোগীকে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল কলকাতা পুলিশ । ঠিক ছিল গ্রিন করিডর তৈরি করে দমদম বিমানবন্দর থেকে রোগীকে নিয়ে যাওয়া হবে মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে । বিধাননগর এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে গ্রিন করিডর তৈরিও করা হয়েছিল। কিন্তু লেকটাউন ছাড়িয়ে উলটোডাঙা ফ্লাইওভারের কাছে এসে থমকে যায় অ্যাম্বুল্যান্সটি। পরিকল্পনা ছিল, ফ্লাইওভারের উপর দিয়ে অ্যাম্বুল্যান্স নিয়ে যাওয়া হবে। অ্যাম্বুল্যান্সের উচ্চতা বেশি হওয়ায় ‘হাইট বার’-এ তা আটকে যাওয়ার আশঙ্কা ছিল । তাই ফ্লাইওভারের নিচ দিয়ে অ্যাম্বুল্যান্সটি নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয় । কিন্তু, সেখানে গিয়ে যানজটে আটকে যায় সেটি ।